X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুদক এখন বিরোধী দল দমনের হাতিয়ার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৮, ১২:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৪:৫৯

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এখন বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

রিজভী বলেন, ‘গতকাল দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে লিভ টু আপিল করে প্রমাণ করেছে তারা সরকারের প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার। অন্যদিকে ব্যাংক লুট ও ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও দুদক এক্ষেত্রে উটপাখির মতো বালিতে মাথা গুঁজে রেখেছে। মামলা করা তো দূরে থাক, এদের বিরুদ্ধে একটা শব্দও মুখ থেকে বের হয় না। দুদক প্রধানমন্ত্রীর চাহিদা মেটাতে বিএনপিকে নিজ দেশেই পরাধীনতার বন্ধনে বন্দি করতে বেপরোয়াভাবে কাজ করছে। কিন্তু অপমানিত জনগণ এই সরকারের অন্যায় উৎপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধের সব প্রস্তুতি নিচ্ছে।’

‘অ্যাটর্নি জেনারেল অন্যকে কষ্ট দিয়ে আনন্দ লাভ করেন’ দাবি করে রিজভী বলেন, ‘দুদকের আপিলের আগে অ্যাটর্নি জেনারেলের আবেদনে উচ্চ আদালত বিএনপি চেয়ারপারসনের জামিন রবিবার পর্যন্ত স্থগিত রেখেছেন। তিনি অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ লাভ করেন।’ 

তিনি আরও বলেন, ‘যেভাবে প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে জিম্মি করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে, নিম্ন আদালতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, সেখানে ন্যায়বিচার পাওয়ার আশা খুবই ক্ষীণ। খালেদা জিয়ার মামলায় তার বহিঃপ্রকাশ ঘটেছে। তার (খালেদা জিয়া) জামিন বিষয়ে সরকারি চক্রান্ত লক্ষ করছে প্রতিটি মানুষ। সরকারপ্রধান অত্যন্ত সুপরিকল্পিতভাবে সম্পূর্ণ নির্দোষ খালেদা জিয়াকে কারাবন্দি করেছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করেছে বিএনপি। আগামী ২৪ মার্চ এ সমাবেশ হওয়ার কথা থাকলেও পিছিয়ে ৭ এপ্রিল করা হয়েছে বলেও জানান রিজভী।

/এএইচআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা