X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এক কক্ষের কেন্দ্রীয় কার্যালয় গণতন্ত্রী পার্টির, নেই কোনও সাইনবোর্ড

আদিত্য রিমন
২১ মার্চ ২০১৮, ১৩:৩০আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৮:৪২

 

সরেজমিনে রাজনৈতিক কার্যালয় পর্ব-১০

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টি। নির্বাচন কমিশনে ৮ নম্বর নিবন্ধিত এ দলটি মাঠের রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয়। আওয়ামী লীগ জোটগতভাবে কর্মসূচি দিলে সেটির ওপর নির্ভর করে চলে তাদের সাংগঠনিক কার্যক্রম। এর বাইরে বিভিন্ন ইস্যুতে মানববন্ধন করা ও বিবৃতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ তাদের কার্যক্রম।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত গণতন্ত্রী পার্টির বর্তমান সংসদে কোনও জনপ্রতিনিধি নেই। তবে আগামী নির্বাচনে ১০ আসনে প্রার্থী দিতে চায় তারা। আওয়ামী লীগের কাছে এমন দাবি তুলে ধরতে চান দলের নেতারা।

ভাড়া করা এক কক্ষে চলছে গণতন্ত্রী পার্টির অফিস

গত ১১ মার্চ নির্বাচন কমিশনে দেওয়া ঠিকানায় (৬, পুরানা পল্টন, ইশরাত টাওয়ার) গিয়ে দলটির কোনও সাইনবোর্ড পাওয়া যায়নি। তবে সেখানে ১০ তলা ভবনটির একটি কক্ষ থেকে দলটির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওই কক্ষে রয়েছে দুটি টেবিল, একটি আলমারি, ফাইল রাখার একটি কেবিনেট, দুটি সোফাসেট এবং ২০টির মতো চেয়ার। দলের নেতাদের ছবি সাঁটানো রয়েছে কক্ষটিতে। জানা গেছে, ২০১৭ সাল থেকে কক্ষটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে গণতন্ত্রী পার্টি। কক্ষটি দলটির মহানগর কমিটি ও দুটি ছাত্র সংগঠনও ব্যবহার করে।  

কেন্দ্রীয় কার্যালয়ে কথা হয় দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘কক্ষটির আয়তন ৫০০ বর্গফুটের মতো। এখান থেকে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয়। এর বাইরে দলের মহানগর ও একটি ছাত্র সংগঠন এ কার্যালয় ব্যবহার করে।’ 

বাইরে দলের সাইনবোর্ড না থাকার বিষয়ে গণতন্ত্রী পার্টির প্রচার ও দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ সেলিম বলেন, ‘এটি আমাদের ভাড়া কার্যালয়। এ ভবন কর্তৃপক্ষের অনুরোধে দলের সাইনবোর্ড লাগানো হয়নি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের কোনও অনুষ্ঠান হলে একটি পত্রিকা অফিস থেকে সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। দলের সাধারণ সম্পাদক ওই পত্রিকার নির্বাহী সম্পাদক।’

দেয়ালে টানানো দলের প্রতিষ্ঠাতার ছবিসহ পোস্টার ও ঘড়ি

জানা গেছে, রাজনৈতিক কোনও কর্মকাণ্ড না থাকলে দলের সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী কেন্দ্রীয় কার্যালয়ে আসেন না। দলের অন্য নেতাকর্মীরাও অনিয়মিত। মূলত দলের প্রচার ও দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ সেলিম বিকালের পর থেকে এখানে অফিস করেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘রাজনৈতিক কোনও অনুষ্ঠান থাকলে আমরা তাকে (সভাপতি) দাওয়াত করে নিয়ে আসি। তাছাড়া, তার শরীরের অবস্থাও তেমন একটা ভালো নয়।’  

দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর জাতীয় কাউন্সিল হওয়ার কথা। কিন্তু সবশেষ কাউন্সিল হয় ২০১৪ সালের ১৯ ডিসেম্বর। এরপর আর কোনও কাউন্সিল হয়নি। এ প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সম্মেলন করা হয়নি।’

 দেয়ালে ঝুলছে দলের নেতা আবদুল হাদি স্মরণসভার ব্যানার

দলটির গঠনতন্ত্রে লেখা আছে কেন্দ্রীয় কমিটি হবে ১০১ সদস্যের। কিন্তু দলটির নেতারা বলছেন, তাদের কেন্দ্রীয় কমিটি ৯১ সদস্যের। বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে কত সদস্য আছে, তার সঠিক কোনও হিসাবও নেই নেতাদের কাছে। তারা বলছেন, ৯১ সদস্যের কমিটি আছে। তবে এর মধ্যে কয়েকজন মারা গেছেন। জানা গেছে, জেলার সভাপতি পদাধিকার বলে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য। কিছু জেলার সাধারণ সম্পাদকও কেন্দ্রীয় কমিটির সদস্য।

এ প্রসঙ্গে দলটির প্রচার ও দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ সেলিম বলেন, ‘গত কাউন্সিলে আমাদের গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে। এখনও নতুন গঠনতন্ত্র ছাপানো হয়নি বলে পুরনো গঠনতন্ত্রে ১০১ সদস্যের কথা লেখা রয়েছে। আমাদের কেন্দ্রীয় কমিটিতে ৯১ সদস্য রয়েছে। তবে এরমধ্যে কয়েকজন মারা গেছেন। পদাধিকার বলে জেলার সভাপতিও কেন্দ্রীয় কমিটি সদস্য।’    

তিনি জানান, ঢাকা মহানগরসহ ৩২ জেলায় গণতন্ত্রী পার্টির কমিটি আছে। এর মধ্যে ১০টি জেলায় আহ্বায়ক কমিটি রয়েছে। গণতন্ত্রী পার্টির রংপুর জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আরশাদ হারুন বলেন, ‘রংপুরে ৪৭ সদস্যের কমিটি আছে। জেলায় দলের কার্যালয় আছে।’ আর নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক লাল দাস জানান, নোয়াখালীতে ৩৫ সদস্যের কমিটি রয়েছে।  

দলীয় কার্যক্রম

নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলের সব স্তরে ৩৩ শতাংশ নারী সদস্য থাকতে হবে। জানা গেছে, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটিতে বর্তমানে নারী সদস্য ১০ শতাংশের কম। ৮ জন নারী নেত্রী রয়েছেন বর্তমান কমিটিতে।

দলটির সভাপতিমণ্ডলীর একমাত্র নারী সদস্য কাঁকন আরা বলেন, ‘দলে অনেক নারীনেত্রী ছিলেন। নিষ্ক্রিয়তার কারণে বাদ পড়েছেন। তবে কতজন নারী আছে, এ মুহূর্তে বলতে পারব না।’

গণতন্ত্রী পার্টির নিজস্ব ওয়েবসাইটও নেই। তবে ফেসবুকে একটি আইডি দেখা গেছে। সেখানে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার ছবি, ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে হাতে লেখা একটি প্রেস বিজ্ঞপ্তি দেখা গেছে। এর বাইরে আরও কয়েকটি ছবি দেখা গেছে।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী, প্রাথমিক সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের মাসিক চাঁদা হবে দলের আয়ের উৎস। তবে কেন্দ্রীয় নেতারাই কেবল চাঁদা দিয়ে থাকেন। কোনও কর্মসূচি থাকলে তাৎক্ষণিকভাবে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে চাঁদা তুলে তা পালন করা হয়। এ বিষয়ে শাহাদাত হোসেন বলেন, ‘কেন্দ্রীয় নেতারা নিয়মিত চাঁদা পরিশোধ করেন।’

বর্তমান সংসদে কোনও জনপ্রতিনিধি নেই গণতন্ত্রী পার্টির। দলের নেতারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রধান শরিক আওয়ামী লীগের কাছে ১০টি আসন দাবি করা হবে। এরমধ্যে ঢাকা-৯ থেকে দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আর দলের সভাপতি ব্যারিস্টার আরশ আলী সিলেট সদর আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। 

এ বিষয়ে শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা-৯ ও কুমিল্লা-১৪ থেকে আগামী নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছি আমি। তবে আমাদের ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাই জোটের নেতারা কে কোনও আসনে নির্বাচন করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।’

দলটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন সৈয়দ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান। সৈয়দ আলতাফ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় রেলওয়ে প্রতিমন্ত্রী এবং খন্দকার মোশতাক আহমদের মন্ত্রিসভায় সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৮ সালে গঠিত জাতীয় একতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় একতা পার্টি ও ন্যাপের দুটি অংশের সমন্বয়ে গঠিত ঐক্য ন্যাপের আহ্বায়ক নির্বাচিত হন। পরে ১৯৯০ সালে ঐক্য ন্যাপ ও প্রজাতন্ত্রী পার্টির সমন্বয়ে গঠিত গণতন্ত্রী পার্টির সভাপতি নির্বাচিত হন আলতাফ হোসেন। ১৯৯২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

 

/এইচআই/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!