X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘জার্মান প্রতিষ্ঠানের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র’

পাভেল হায়দার চৌধুরী
২৪ মার্চ ২০১৮, ১৪:৪৬আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৪:৪৬

আওয়ামী লীগ



বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড মানা হচ্ছে না বলে মন্তব্য করে জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ যে প্রতিবেদন দিয়েছে তাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নেতারা।

আওয়ামী লীগ নেতাদের দাবি, জার্মান প্রতিষ্ঠানটি প্রতিবেদনের মধ্য দিয়ে অসত্য তথ্য পরিবেশন করেছে।

দলটির শীর্ষ নেতারা বলেন, ‘যখনি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে এবং দেশের মানুষ আনন্দ উল্লাস করছে, এই আনন্দকে ম্লান করার জন্যে এ অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের প্রতিবেদন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যখনি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে প্রবেশ করেছে এবং দেশের মানুষ আনন্দে উদ্বেলিত-এই আনন্দকে ম্লান করার জন্যে এ অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে। যারা মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের অগ্রযাত্রা মেনে নিতে পারেনি, আমাদের মুক্তিযুদ্ধ-স্বাধীনতা-অগ্রগতি-উন্নয়নকে তুচ্ছ-তাচ্ছিলের চোখে দেখেছে, তাদের ষড়যন্ত্রের অংশ এই প্রতিবেদন। তারা রিপোর্টে অসত্য তথ্য পরিবেশন করেছে। এ ধরনের গবেষণা বাংলাদেশ প্রত্যাখান করেছে।’ 

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জার্মান প্রতিষ্ঠান “বেরটেলসম্যান স্টিফটুং”-এর গবেষণা মূল্যায়ন কোনও মানদণ্ডেই সঠিক নয়। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা অবশ্যই আছে। গণতন্ত্রের মধ্য দিয়েই দেশ পরিচালিত হচ্ছে। বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এ বিষয়টি তাদের গবেষণায় স্পষ্ট নয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সরকারের সমালোচনা হচ্ছে, মিডিয়া সমালোচনা করছে। নতুন নতুন মিডিয়া আসছে। এগুলোই প্রমাণ করে বাংলাদেশে গণতন্ত্র আছে।’

জার্মান গবেষণা প্রতিবেদনের ব্যাপারে তিনি বলেন, ‘এই গবেষণা একটি প্রেক্ষিতের সময় ধরে করা হয়েছে। গত ২০১৪ সালের নির্বাচনকে ধরে। সেখানে বলা হয়েছে ত্রুটিপূর্ণ নির্বাচনের কারণে এটা ঘটেছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের শাসনামলে যে অপকর্ম, অপশাসন, দুঃশাসন, দুর্নীতি-লুটপাট হয়েছে এবং ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমায় মানুষ হত্যাসহ যেসব অপকর্ম করা হয়েছে এসবের চিত্র ধরে এই প্রতিবেদন হতে পারে। জার্মান গবেষণা প্রতিষ্ঠানের এই প্রতিবেদনে বর্তমান সরকারের সময়ের চিত্র তুলে ধরে করা হয়নি বলে মনে করি।’

উল্লেখ্য, জার্মান প্রতিষ্ঠান ‘বেরটেলসম্যান স্টিফটুং’ শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করে। রিপোর্টে ১২৯টি দেশের মধ্যে ৫৮টি দেশ এখন স্বৈরশাসনের অধীনে এবং ৭১টি দেশকে গণতান্ত্রিক বলে বলা হয়েছে। প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে এই রিপোর্ট প্রকাশ করে আসছে। 

 

 

 

/পিএএইচসি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা