X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

জিডিপি প্রবৃদ্ধির ঘোষণা চাপাবাজি: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৫:১০আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৫:৫২

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী (ছবি: আদিত্য রিমন) জিডিপি প্রবৃদ্ধির সরকারি ঘোষণাকে চাপাবাজি বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভীর ভাষ্য, ‘বর্তমান সরকারের সীমাহীন লুটপাটের কারণে আর্থিক খাত ধ্বংস হয়ে গেছে। ব্যাংকে স্বাভাবিক লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে কমতে এখন সর্বনিম্ন পর্যায়ে। বিদেশি রেমিটেন্সে ধস নেমেছে। দুঃশাসনের কবলে পড়ে দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে। উন্নয়নের নামে দেশজুড়ে হরিলুট চলছে।’

এই রাজনীতিবিদ উল্লেখ করেছেন, সারাদেশের সড়ক-মহাসড়ক, ব্রিজ-কালভার্টের বেহাল দশা ও খুলনা-যশোর মহাসড়কে খানাখন্দের বেহাল দশায় সংস্কারের দাবিতে আজও ১৫ জেলায় পরিবহন ধর্মঘট চলছে। তার কথায়, ‘ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-উত্তরাঞ্চল সড়কে যানজটে পড়ে মানুষের দুর্ভোগের সীমা নেই। গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্স বলছে, এশিয়ার মধ্যে নেপালের পরেই সবচেয়ে খারাপ রাস্তা বাংলাদেশে। অন্যান্য দেশের তুলনায় দ্বিগুণ-তিনগুণ অর্থ ব্যয়ে রাস্তা নির্মাণ করা হলেও কয়েক বছরের মাথায় ভয়াবহ দুর্গতি হচ্ছে রাস্তাগুলোর। দ্রুত পুনর্নির্মাণের প্রয়োজন পড়ছে। অর্থাৎ আবারও নতুন বাজেট, নতুন ভাগবাটোয়ারা ও নতুন চুরির সুযোগ সৃষ্টি করা হচ্ছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, ‘চুরিবিদ্যাই আওয়ামী লীগের একমাত্র অর্জন। এসবের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা, জালিয়াতি ও জাল নথির মাধ্যমে বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে।’

খালেদা জিয়ার বয়স এখন ৭৩ বছর—এ তথ্য জানিয়ে রিজভীর অভিযোগ, কারাগারে বিএনপি চেয়ারপারসনকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, ‘তাকে হাইকোর্ট জামিন দিয়েছেন, কিন্তু সরকারপ্রধানের নির্দেশে তা স্থগিত করা মানবধিকারের চরম লঙ্ঘন। তার প্রকৃত শারীরিক অবস্থা এখন কেমন, তা জানতে পারছি না আমরা। তার ব্যক্তিগত চিকিৎসকদেরও বাধা দেওয়া হচ্ছে। অবিলম্বে আমরা তার মুক্তি চাই।’

সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্য–‘অবিলম্বে দেশনেত্রীর কারামুক্তি নিয়ে নিষ্ঠুর ষড়যন্ত্র বন্ধ করুন। আর যদি না করেন তাহলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না।’

/এএইচআর/জেএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু