X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্যক্তিগত চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি মেলেনি এখনও

জামাল উদ্দিন ও আদিত্য রিমন
০৬ এপ্রিল ২০১৮, ০০:৫১আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ০৯:১২

আদালত থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি) ব্যক্তিগত চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি মেলেনি এখনও। তবে শুক্রবার-শনিবার মধ্যেই ব্যক্তিগত চিকিৎসকরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বলে কারা ও বিএনপির দলীয় সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জেল কোড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে একটি আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কারা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে।

অন্যদিকে কারা অধিদফতরের একজন কর্মকর্তা জানান, ব্যক্তিগত চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনও আবেদন এখনও (বৃহস্পতিবার সন্ধ্যা) পায়নি। আবেদন করা হলে কারা কর্তৃপক্ষ সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে অনুমতি মিললে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এ বিষয়ে কোনও পদক্ষেপ নিতে অপারগ কারা কর্তৃপক্ষ। কারা সূত্র আরও জানায়, খালেদা জিয়ার স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। তাকে ওষুধসহ বিভিন্ন পথ্য খাওয়ানোর চেষ্টা চলছে। তবে কোনও কোনও ক্ষেত্রে তিনি ওষুধ খেতে গড়িমসি করেন। 

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি সরব হয়ে উঠলে গত রবিবার (১ এপ্রিল) কারা কর্তৃপক্ষের অনুরোধে চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক মো. শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে গঠিত কমিটির অন্য তিন সদস্য হচ্ছেন, একই হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মনসুর হাবীব, মেডিসিন বিভাগের অধ্যাপক মো. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেলী রহমান। ওইদিনই তারা দুপুর সোয়া ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় একঘণ্টা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। এর দুদিন পর মঙ্গলবার মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কিছু সুপারিশ করে এ সংক্রান্ত প্রতিবেদন কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিক্যাল বোর্ডের দেওয়া স্বাস্থ্য প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে মঙ্গলবার (৩ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার সুপারিশ করেছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা দেবে সরকার।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (কারা) শিরীন রুবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেডিক্যাল বোর্ডের বিষয়ে আমরা অবগত থাকলেও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের দেখা করার বিষয়ে কোনও আবেদনের কথা আমার জানা নেই।’

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের অধ্যাপক ডাক্তার মো. শামসুজ্জামান শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষা শেষে আমরা প্রতিবেদন দিয়েছি। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ।’

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার মীর ফাওয়াজ হোসেন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ থেকে এখনও কোনও অনুমতি দেওয়া হয়নি। তার স্বাস্থ্যের বিষয়ে আমরা উদ্বিগ্ন। অনুমতি দেওয়া হলে তখন তার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কোন কোন চিকিৎসক খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।’

খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন কারা কর্তৃপক্ষের ডাকের অপেক্ষায় আছি আমরা।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে সেবা নিতে সুযোগ না দেওয়ায় তিনি অধিকার বঞ্চিত হচ্ছেন।’ তিনি অভিযোগ করেন, ‘সরকার চায় না তার (খালেদা জিয়ার) সঠিক চিকিৎসা হোক।’

বিএনপির মহাসচিব বলেন, ‘তার ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা সেবা নিতে যে আচরণটি করা হচ্ছে, তাতে এটি পরিষ্কার সরকার খালেদা জিয়ার সঠিক চিকিৎসা করতে দিতে চায় না। এর একটিমাত্র কারণ, তারা তাকে ভয় পায়। কারণ, তিনিই একমাত্র গণতন্ত্র রক্ষা এবং এই দুঃশাসনকে পরাজিত করতে পারেন।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। গত ৮ ফেব্রুয়ারি দুপুরে রায় ঘোষণার পরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

/জেইউ/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা ভালোবাসার এক সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ