X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিএনপির এক নম্বর শর্ত খালেদা জিয়ার মুক্তি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৩:২২আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৫:৪৯

আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিই এক নম্বর শর্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে একটি কথা বলি—দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি হচ্ছে আমাদের (বিএনপির) এক নম্বর দাবি, এক নম্বর শর্ত। তারপর অন্য কিছু আলোচনা হবে। এর আগে আর কিছু নিয়ে আলোচনা করব না।’
শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা হলে এক আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘দেখেন, তারা মনের দিক থেকে কতটা দুর্বল। কত ছোট মনের হলে দল ভাঙার চেষ্টা করে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা কথা লেখেন, মিথ্য কথা বলে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। কিন্তু ইতিহাস বলে—মিথ্যা প্রচার করে, বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় না।’
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী একটি দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা সবসময় উদার গণতন্ত্রের রাজনীতি করি। নির্বাচন কমিশনের মৌলিক বিষয়গুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচন হওয়া কঠিন। তবে বরাবরই আমরা স্থানীয় নির্বাচনে নীতিগতভাবে ঘোষণা দিয়ে অংশ নিয়ে আসছি।’

বিএনপির ৮ নেতার ব্যাংক হিসাব নিয়ে দুদকের তদন্তের প্রসঙ্গে টেনে মির্জা ফলরুলের ভাষ্য, ‘দুর্নীতি দমন কমিশন দুর্নীতি রোধে কার্যকর কোনও  ভূমিকা রাখতে পারছে না। এর প্রমাণ দুদকের একটি ভুয়া, সাজানো মামলায় চেয়ারপারসনকে কারাগারে দেওয়া হয়েছে। এছাড়া অন্য নেতাদের নামে অর্থ লেনদেনের মিথ্যা তদন্তে নেমেছে এ সংস্থাটি।’

রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভ্রান্ত নীতির কারণে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সমস্যায় পড়ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘এটা দেশের জন্য অশনিসংকেত। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, কোনও অগ্রগতি নেই। এ হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির সাফল্য, পররাষ্ট্রমন্ত্রীর সাফল্য!’

একটি ইংরেজি দৈনিকের উদ্ধৃতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সুন্দরবন এমন একটি প্রাকৃতিক সম্পদ, যা দেশকে দুর্যোগের হাত থেকে রক্ষা করে। বিশ্ব ঐতিহ্যের অংশ এ বনকে সরকার ধ্বংস করে ফেলার জন্য এরই মধ্যে ১৯০টি শিল্পকারখানা করার অনুমতি দিয়েছে। পরিবেশ বিজ্ঞানীসহ সবার মত, এ ধরনের বনের কাছে শিল্পকারখানা হলে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তাতে বন ধ্বংস হয়ে যাবে। এরই মধ্যে সরকার সবার বিরোধিতার তোয়াক্কা না করে রামপাল বিদ্যুৎকেন্দ্রও করছে।’

জাগপার প্রয়াত নেতা শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। তার মতো দেশপ্রেম, গণতন্ত্রের জন্য ভালোবাসা, স্পষ্ট কথা বলা আজকাল খুব একটা দেখা যায় না।’


আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লৎফুর রহমান প্রমুখ।
আরও পড়ুন-
ব্যক্তিগত চিকিৎসক দিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার অনুমতি মেলেনি এখনও

/এএইচআর/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক