X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে দায় সরকারের: মওদুদ আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১৪:৩৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৫:১৪

মওদুদ আহমদ (ফাইল ছবি) ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো নয়। শারীরিকভাবে সুস্থ নয় সেজন্য তাকে আদালতে হাজির করা যাচ্ছে না। এর অর্থ কি? এটা হলো ষড়যন্ত্রের অংশ। তাকে শারীরিকভাবে আরও দুর্বল করা। আজ যদি বেগম জিয়ার স্বাস্থ্যের কোনও অবনতি ঘটে তাহলে তার সম্পূর্ণ দায় এই সরকারকেই নিতে হবে। বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন। 
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছাড়া মেডিক্যাল বোর্ড গঠন করা লোক দেখানো উল্লেখ করে মওদুদ আরও বলেন, ‘জেল কোডে যা আছে সে অনুযায়ী চিকিৎসার সুযোগ দিতে হবে। গত একযুগ যারা বেগম জিয়ার চিকিৎসা করেছেন তাদের দিয়ে কারাগারে চিকিৎসা করার ব্যবস্থা করা প্রয়োজন।’
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে’র দাবিতে ফেনী জেলা জাতীয়তাবাদী ছাত্র ও যুব ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের সমন্বয়ক ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, মিরপুর থানা বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, ‘আমরা আইনি লড়াই করবো, সঙ্গে সঙ্গে রাজপথেও থাকবো। আইনি লড়াইয়ের সীমাবদ্ধতা আছে, কিন্তু জনতার আন্দোলনের কোনও সীমাবদ্ধতা নাই। সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সময় একদিকে আছে, অন্যদিকে বলতে হয় সময় অনেক কম। সরকারের সময় যেমন কম, আমাদের সময়ও কম। সেজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। হঠাৎ করে কঠোর আন্দোলন দেওয়া যায় না।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আমরা ইতিহাস পড়লে দেখবো, ধীরে ধীরে আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে যায়। আমাদেরকে এই আন্দোলন ধীরে ধীরে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। সরকার তখন বাধ্য হবে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্দলীয় সরকার গঠনের মাধ্যমে দেশের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। সরকার যদি সমঝোতায় না আসে তার একমাত্র উত্তর রাজপথ দেবে।’

/এসএস/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া