X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলনে ষড়যন্ত্র দেখছে আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
১০ এপ্রিল ২০১৮, ২৩:০৬আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১০:৫৮

 

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা (ছবি: সাজ্জাদ হোসেন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরেও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চালিয়ে যাওয়া আন্দোলনকে অযৌক্তিক মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে এই আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবেও দেখছে দলটি। ক্ষমতাসীন দল ও সরকারের নীতি-নির্ধারকরা বলছেন, আন্দোলনকারীদের কাছ থেকে প্রায় একমাস (৭ মে পর্যন্ত) সময় চেয়ে নেওয়া হয়েছে। অথচ ওই একমাস সময় শেষ হওয়ার আগেই তারা ফের আন্দোলনে নেমেছেন। এ কারণে কোটাবিরোধী আন্দোলনে জন্য জামায়াত-বিএনপির প্রতি ক্ষমতাসীনদের সন্দেহ আরও ঘণীভূত হতে চলেছে।

আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা বলছেন, প্রধানমন্ত্রী এই ইস্যুতে সময় নেওয়ায় ধরে নিতেই হবে তিনি আন্দোলনকারীদের যৌক্তিকতা মেনে নিয়েছেন। ফলে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরে আপাতত শিক্ষাঙ্গনে আন্দোলনকারীদের ফিরে যাওয়া উচিত ছিল।

এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেঁধে দেওয়া সময় পর্যন্ত দাবি আদায়ের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করা উচিত ছিল। প্রধানমন্ত্রীর আশ্বাস উপেক্ষা করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার যৌক্তিকতা নেই।’

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফলউল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির পরও আন্দোলন অব্যাহত রাখলে ধরে নিতেই হবে, এখানে রাজনৈতিক ইন্ধন আছে। এই আন্দোলন এখন আর কোটায় নেই। এখন দেশে অস্থিরতা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় একটি মহল।’ তিনি বলেন, ‘ভিসির বাড়িতে হামলায় মুখোশ পরা লোক ছিল। খুবই প্ল্যান করে সেখানে হামলা করেছে। এরা কারা? গান পাউডার দিয়ে বাসে আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে, তারাই হচ্ছে সেই খুনিরা।’

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরেও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দ্বিতীয় দিন গড়ানোয় সরকারের ভেতরে সন্দেহের দানা বেঁধেছে। সরকারের ভেতরে ধারণা তৈরি হয়েছে, কারও উসকানিতে এই আন্দোলনে গতি আসা শুরু করেছে। যা সরকারকে বেকাদায় ফেলার চক্রান্ত।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও  আন্দোলন অব্যাহত রাখার মানে হচ্ছে স্পষ্টতই ষড়যন্ত্র।  ৭ মে পর্যন্ত যে সময় সরকার নিয়েছে, ওই পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। ওই সময়ে মধ্যে বাস্তবায়ন না হলে প্রয়োজনে ৮ মে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামতে পারতো। কিন্তু তারা বেঁধে দেওয়া সময়ের আগেই নতুন কর্মসূচি ঘোষণায় এখানে ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে।’

প্রায় একই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য কী? প্রধানমন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছেন, সেহেতু ওই সময় পর্যন্ত তাদের অপেক্ষা করা উচিত ছিল। বেঁধে দেওয়া সময় পার হলে তাদের আন্দোলনে নামা যৌক্তিক হতো।’  তার মতে, ‘কোটা সংস্কার একটা প্রক্রিয়ার ব্যাপার। এর জন্য সময় প্রয়োজন। সেই সময় সরকারকে দিতে হবে।’

ক্ষমতাসীন দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক মনে করায় কোটা সংস্কারের বিষয়টি বিবেচনায় নিয়েছেন। তিনি বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় নিয়েছেন। ওই সময় সরকারকে নিশ্চয়ই দিতে হবে। প্রধানমন্ত্রীর আশ্বাস উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী