X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ক্ষমতাসীন সরকার শিক্ষা বিনাশী সরকার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৪:৩১আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৪:৩৬

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ক্ষমতাসীন সরকার শিক্ষা বিনাশী সরকার।  শিক্ষা বিনাশী আওয়ামী মহাজোট সরকার মেধাবী লোক পছন্দ করে না। এই কারণেই সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, খাতায় কিছু না লিখেও এ প্লাস পাওয়া যাচ্ছে।’ 

বুধবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

রিজভী বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর দেশের শিক্ষাঙ্গন দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।  ছাত্রলীগ ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে রমরমা বাণিজ্য অব্যাহত রেখেছে। এগুলো জারি রেখেই শেখ হাসিনা জনগণকে চোখ রাঙানি দিয়ে অপশাসনের পৌষ মাস চালিয়ে যাচ্ছে। আসলে প্রধানমন্ত্রীর চোখে এখন চিরকালীন প্রধানমন্ত্রী থাকার স্বপ্ন।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাত্রলীগকে পানির বদলে রক্তপান করার পরামর্শ দিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘রাতে ঢাবির হলে হলে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের বেছে বেছে নির্যাতন করেছে ছাত্রলীগ। গত রাতে  সুফিয়া কামাল হলে কোটা সংস্কার আন্দোলনে যোগদানকারী ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে হল ছাত্রলীগের নেত্রীরা। এতে কমপক্ষে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। বই-খাতা-কলম ছুঁড়ে ফেলে ছাত্রলীগ কসাইয়ে পরিণত হয়েছে তার প্রমাণ এই রক্তাক্ত ঘটনা।’ 

সরকার খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘আমি আবারও অবিলম্বে দেশনেত্রীর  বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানাচ্ছি। মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তি দাবি করছি।’ 

আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জগতে খালেদা জিয়াকে যে এক্সরে ও রক্ত পরীক্ষা করানো হয়েছে তা ‘মামুলি ব্যাপার’ উল্লেখ করেন বিএনপির এ রাজনীতিবিদ। তিনি বলেন, ‘তাকে এমআরআইসহ আরও আধুনিক পরীক্ষা করলে বোঝা যেত তার স্বাস্থ্যের প্রকৃত অবস্থা কী।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সমপাদক ফজলুল হক মিলন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহসাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ। 

 

 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি