X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থীদের যখন রক্ত ঝরছিলো, প্রধানমন্ত্রী তখন সুরে তাল মেলাচ্ছিলেন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৮, ১৩:৪২আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৫:০৩

রুহুল কবির রিজভী (ফাইল ছবি) সরকারি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীদের যখন রক্ত ঝরছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গানের সুরে তাল মেলাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ঢাকাসহ সারাদেশ যখন আন্দোলনে উত্তাল, যখন রাজধানী স্থবির হয়ে পড়েছে, যখন সরকারি বাহিনীর গুলিতে কোমলমতি শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরছে, তখন সুরের ধারার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গানের সুরে তাল মেলাচ্ছেন। এ যেন রোম পুড়ছে আর নীরো বাঁশি বাজাচ্ছে। আওয়ামী সরকার দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার সরকার।’
বৃহস্পতিবার (১২ এপ্রিল) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র এই নেতা এসব কথা বলেন।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল (মঙ্গলবার) তার বক্তব্যে বলেছেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে তিনি খুব উৎকণ্ঠিত, রাতে তার ঘুম হয় না। বিশেষ করে, রাতে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রীদের জন্য তিনি টেনশনে থাকেন। আসলে কি তাই? গতকালই প্রধানমন্ত্রী সুরের ধারার রজতজয়ন্তী উৎসবে সংগীত উপভোগ করেছেন। প্রধানমন্ত্রীর সংগীতানুষ্ঠান উপভোগে আমাদের আপত্তি নেই।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল সংসদে বলেছেন, কোটা সংস্কার নিয়ে যখন এত আন্দোলন, তাহলে কোটা পদ্ধতিই বাতিল করা হলো। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা কোটা পদ্ধতি বাতিলের জন্য আন্দোলন করছে না, তারা আন্দোলন করছে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে।’
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘গতকাল (মঙ্গলবার) জাতীয় সংসদে এই কোটা বাতিলের কথা বলে প্রধানমন্ত্রী গোটা জাতিকেই হতাশ করেছেন। তিনি আন্দোলনকারীদের দাবিকে সঠিকভাবে মূল্যায়ন না করে ক্ষোভের বশে কোটা বাতিলের কথা বলেছেন। সরকার মুক্তমন নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে আমলে নেয়নি।’
রিজভী অভিযোগ করে বলেন, ‘আন্দোলনকারীদের দমানোর জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় নেওয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর বক্তব্যে যতটা না কোটা সংস্কার আন্দোলনের মূল সমস্যাটি সমাধানের দিকনির্দেশনা এসেছে, তারচেয়ে বেশি প্রকাশ পেয়েছে ক্ষোভ, বিরক্তি ও হুমকি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোটা বাতিলের যে ঘোষণা দিলেন, সেটি বাস্তবায়িত হলে এর বিরুদ্ধে যে কেউ রিট করলে তা খারিজ হয়ে যাবে। কারণ, সংবিধানে এ বিষয়টি নিয়ে সুস্পষ্ট বিধান রয়েছে।’
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা আগে থেকেই আন্দোলন করে এলেও গত ৮ এপ্রিল এই আন্দোলন বেগবান হয়। আন্দোলনকারীরা ওই দিন দুপুর থেকে শাহবাগে অবস্থান নেন। পরে রাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে ঢাবি উপাচার্যের বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে সোমবার সরকারের প্রতিনিধি হিসেবে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন এবং ৭ মে’র মধ্যে কোটা পদ্ধতি ‘পরীক্ষা-নিরীক্ষা’ করা হবে বলে জানান। তবে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট বক্তব্যের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দেন, সরকারি নিয়োগে কোনও কোটা থাকবে না।
আরও পড়ুন-
যেসব দাবি জানালেন আন্দোলনকারীরা
আন্দোলন স্থগিত, শেখ হাসিনা ‘মাদার অব এডুকেশন’

/এসটিএস/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার: হাবিবুর রহমান
অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান
বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন সাবেক এমপি
সর্বশেষ খবর
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ