X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের ৫শ স্বেচ্ছাসেবক

ঢাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ১৪:০৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৪:২১

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সংবাদ সম্মেলন পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করতে ছাত্রলীগের পাঁচশ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবেন। ওই দিন ক্যাম্পাসে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তারা।
শুক্রবার (১৩ এপ্রিল) ঢাবি মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগ ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা নববর্ষকে বরণ করার দিনটিতে ঢাবি ক্যাম্পাসকে ঘিরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ছাত্রলীগ। ঢাবি ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করতে সংগঠনটির পাঁচশ নেতাকর্মী ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন।
ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের পানির পিপাসা মেটানোর জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিনামূল্যে সুপেয় পানি সরবরাহ করা হবে। আগত দর্শনার্থীদের কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য চিকিৎসা সেবাও দেওয়া হবে। এর জন্য ঢাবি ক্যাফেটেরিয়ার (ডাস) পেছনে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে।
আবিদ আল হাসান জানান, যেকোনও প্রয়োজনে ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগোযোগের জন্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল নম্বরসহ ফেস্টুন লাগানো থাকবে।
সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, গত ৮ এপ্রিল রাতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ থাকার পরও কেন উপাচার্যের বাসভবনে হামলা ঠেকাতে পারেনি। এর জবাবে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাহিনী আছে, সেই দায়িত্ব ছাত্রলীগের নয়। তবে সেদিন আমরাই উপাচার্য স্যারকে বাঁচিয়েছি। আমরা না থাকলে তিনি হয়তো প্রাণ হারাতেন।’
আরও পড়ুন-
এশার বহিষ্কারাদেশ তুলে নিলো ছাত্রলীগ
যৌন হয়রানি রোধে পহেলা বৈশাখে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক