X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নতুন বছরে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৮, ১৮:৩২আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৯:৩৮





ড. খন্দকার মোশাররফ হোসেন নতুন বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আজকে শপথ নিতে চাই, এই বছরে দেশনেত্রীকে মুক্ত করে, নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে, সংসদ ভেঙে দিতে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। এ বছর হবে জনগণের ও খালেদা জিয়ার বিজয়ের বছর। এটাই নতুন বছরে আমাদের প্রত্যাশা।’
শনিবার (১৪ এপ্রিল) বিকালে পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে তিনি এসব কথা বলেন। পরে জাসাস শিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘আগামী বছর হোক মিথ্যার বিপরীতে সত্যের বছর, এ স্বৈরাচার সরকারের গ্লানি মোচন করে গণতন্ত্রের বছর। আগামী বছর হোক জনগণের বিজয়ের বছর।’
তিনি বলেন, ‘প্রতিবছর বৈশাখের এ অনুষ্ঠানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতেন। আজ তিনি আমাদের মাঝে নেই। একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে নেত্রীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমরা যখন নতুন বছরকে বরণ করে নিতে এসেছি, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাধ্য হয়ে বিদেশে অবস্থান করছেন।’

বিগত বছর ছিল জাতির জন্য হতাশার, বিগত বছর ছিল স্বৈরাচারী সরকারের বছর উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘গত বছরে ১৬ কোটি মানুষের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে। যে দল সরকার পরিচালনা করছে তাদের হাতে গণতন্ত্র হত্যা হয়েছে। মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। খুন, গুম করে বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে তারা। আমরা ভয়াবহ ও অন্ধকারের বছর অতিক্রম করেছি। তার ফলে বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক যে বর্তমান সরকারের আচার-আচরণ ও কর্মকাণ্ডের জন্য তাদের আন্তর্জাতিকভাবে স্বৈরাচারের তকমা নিতে হয়েছে। এটা জাতির ও আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।’
সরকার স্বৈরাচার আর যিনি সরকার পরিচালনা করছেন তিনি স্বৈরাচারী মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘গত বছরে রিজার্ভ,  শেয়ারবাজার লুট হয়েছে। তেমনিভাবে দ্রব্যমূল্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল ২ টাকা ৬০ পয়সা। আজ সেই বিদ্যুতের দাম ১১-১২ টাকা।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বলে দেশ নাকি উন্নয়নশীল হয়েছে, কিন্তু দেশে সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। মানুষের কোনও উন্নতি হয়নি। উন্নয়ন যদি হয়ে থাকে তা আওয়ামী লীগের নেতা ও তাদের ঘরানার ব্যবসায়ীদের হয়েছে। আজ দেশে গণতন্ত্র অনুপস্থিত ও সরকারের বাক্সে বন্দি।’
অনির্বাচিত বর্তমান সরকার আবার গায়ের জোরে ক্ষমতায় আসার জন্য খালেদা জিয়াকে কারাগারে ও দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, “গত বছর ছিল আওয়ামী লীগের পরিচালনায় একটি অন্ধকার যুগ। এ যুগের নাম হচ্ছে ‘আওয়ামী জাহেলিয়া যুগ’। আমরা এ অন্ধকার থেকে আলোর পথে প্রবেশ করতে চাই। আলোর পথে প্রবেশ করতে হলে আগামী বছরে আমাদের বিগত বছরের জঞ্জাল ও গ্লানি মুছে দিতে হবে। তা করতে হলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে।’
অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে নির্বাচনকালীন একটি সরকার থাকতে হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ, সহ-সভাপতি শায়রুল কবির খান, সাধারণ সম্পাদক হেলাল খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, সংগঠটির নেতা শিবা শানু, বেবী নাজনীন প্রমুখ।

/এএইচআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট