X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কবি সুফিয়া কামাল হলের ঘটনায় ২৪ ছাত্রলীগ নেত্রীকে স্থায়ী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২২:৪০আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১২:০৫

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ ছাত্রলীগ নেত্রীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে তারা (বহিষ্কৃত) সুফিয়া কামাল হলের সভাপতি ইফফাত জাহান এশাকে হেনস্তা করার ঘটনার সঙ্গে জড়িত ছিল। এজন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবি সুফিয়া কামাল হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৪ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’ 

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সহসভাপতি গ্রুপের সংঘর্ষ, আহত ৬

বহিষ্কৃত নেত্রীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সহ-সভাপতি মোর্শেদা খানম, সহ-সভাপতি আতিকা হক স্বর্ণা, সহ-সভাপতি মিরা, সাংগঠনিক সম্পাদক জান্নাতি আক্তার সুমি, সহ-সম্পাদক শ্রাবণী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের শারমিন আক্তার, চারুকলা অনুষদ ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশা, সুদীপ্তা মণ্ডল, অনামিকা দাশ, নাট্যকলা বিভাগ ছাত্রলীগের লিজা, মিথিলা নুসরাত চৈতী; সঙ্গীত বিভাগ ছাত্রলীগের সোনম সীথি, প্রিয়াংকা, প্রভা; নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের শারমিন সুলতানা, উর্দু বিভাগ ছাত্রলীগের মিতু, ভূ-তত্ত্ব বিভাগ ছাত্রলীগের শিলা, জাকিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের মনিরা ও রুনা; শান্তি ও সংঘর্ষ বিভাগ ছাত্রলীগের জুঁই, বাংলা বিভাগ ছাত্রলীগের তানজিলা ও সমাজকল্যাণ বিভাগ ছাত্রলীগের তাজ। 

আরও পড়ুন: এশার বহিষ্কারাদেশ তুলে নিলো ছাত্রলীগ

বহিষ্কৃতদের মধ্যে থাকা ছাত্রলীগের সহ-সভাপতি মোর্শেদা খানমের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেই গুজব উঠেছিল। এর জেরেই গত মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে এক ছাত্রীকে মারধর করার অভিযোগে ওঠে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। একপর্যায়ে হল সভাপতি এশাকে ছাত্রীরা জুতার মালা গলায় দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ নেত্রীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

 

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!