X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৩:৫৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৪:০৪

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘আমরা তার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশের পরও কারাকর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিচ্ছে না। কারাবন্দি করার পর থেকে এখন পর্যন্ত তার সঙ্গে  কারাকর্তৃপক্ষ ও সরকার যে ধরনের আচরণ করেছে এবং চিকিৎসা নিয়ে যে টালবাহানা করছে তাতে আমরা তার জীবন নিয়ে গভীর শঙ্কায় আছি।’

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে যথাযথ মর্যাদায় চিকিৎসা দেওয়া হচ্ছে- স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যকে ডাহা মিথ্যাচার উল্লেখ রিজভী বলেন, ‘সরকারি মেডিক্যাল বোর্ড দেশনেত্রীকে অর্থপেডিক বেড দেওয়াসহ তার চিকিৎসার জন্য যেসব সুপারিশ করেছিল তা এখনও পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। কারাগারে খালেদা জিয়ার কোনও চিকিৎসাই হচ্ছে না। ব্যক্তিগত চিকিৎসকদের সেবা থেকেও তিনি বঞ্চিত। এর পেছনে সরকারের গভীর কোনও চক্রান্ত রয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তো চাইবেন তার রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করতে। খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে জুলুম নির্যাতন করছেন, চিকিৎসা করতে দিচ্ছেন না, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছেন তিনি। এখন তার পরবর্তী টার্গেট তারেক রহমান।'

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলার চলমান কর্মসূচি শেষ হলে কেন্দ্রীয় নেতারা আলোচনা করে ঢাকায় কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান রুহুল কবির।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন প্রমুখ।

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা