X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আ. লীগের আমলে দুর্ভিক্ষ হয়েছে, সবাই ভুলে গেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৪:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:০০

সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর


আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে দেশে দুর্ভিক্ষ হলেও সবাই তা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগের আমলে দেশে ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছে- এই কথা আজকে কেউ বলে না। সবাই তা ভুলে গিয়েছে। কেউ বলে না, সেদিন রাস্তায় কত মানুষ মরে পড়ে ছিল। আমরা দেখেছি কীভাবে মানুষ আর কুকুর ডাস্টবিনে পড়ে থাকা রুটি নিয়ে কাড়াকাড়ি করেছে। অমর্ত্য সেন বলেছেন, এই দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট, অর্থাৎ তৎকালীন সরকারের সৃষ্ট।’



বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ক্যারেক্টার এটা। তারা প্রত্যেকবার ইলেকশন করেই এসেছে। ১৯৭৩ সালে ক্ষমতায় এসেছে। ব্যর্থ হয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। শুধু আমরা বলছি না, বিশ্ব বলেছে—এই সরকার স্বৈরাচার। লোভ, লালসা, লুট ছাড়া তারা কিছু চেনে না—এটা বারবার প্রমাণিত হয়েছে। সেদিন সিপিডি বলেছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। একটি বিকলাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়ে গেছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে। তাহলে তারা কিসের রোল মডেল? তারা মিথ্যা কথা বলার রোল মডেল, মানুষকে নির্যাতন-নিপীড়ন করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার রোল মডেল।’
কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) সংসদে রাগ করে বলে দিয়েছেন, যাও কোটা বাতিল করে দিলাম। তিনি কীভাবে বাতিল করেন? এটা তিনি পারেন না। এটা আদালতে গেলে আবার আটকানো হবে। যার কারণে এখন পর্যন্ত গেজেট হয়নি। অন্য কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। বরং যারা আন্দোলন করেছে, তাদের নামে অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে। তাদের চোখ বেঁধে গোয়েন্দারা তুলে নিয়ে গেছে। ছাত্রদের প্রতিবাদের মুখে তাদের আবার ফেরত দিতে হয়েছে। এতে স্পষ্ট হয়, ছাত্রদের বা একটা শ্রেণির অধিকার আদায়ের যে বিচ্ছিন্ন আন্দোলন, এটা করে কোনও লাভ হবে না; যদি না গণতন্ত্রের জন্য আন্দোলন করা হয়’
সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের যে নীলনকশা, তার মাধ্যমেই তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একজন সাধারণ মানুষও যে বিচারটা পান, তা খালেদা জিয়া পাননি। কারও পাঁচ বছরের সাজা হলে আপিল করার সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যান। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে বোধহয় সিদ্ধান্তই ছিল তাকে জামিন দেওয়া যাবে না। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ বসে তারা জামিন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করলেন।’
২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানেও আওয়ামী লীগের নীলনকশা ছিল। তারাই নির্বাচনে অংশ না নেওয়ার মতো পরিবেশ তৈরি করেছিল। শুধু বিএনপি না, সব বিরোধী দলই নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে আসে। এরশাদ সাহেবও তো নির্বাচনে যেতে চাননি। পরে তাকে গানপয়েন্টের মুখে নির্বাচনে অংশ নিতে বাধ্য করানো হয়েছে। ওই সময় সব বিরোধী দলই তত্ত্বাবধায়ক সরকারের বিধান তুলে দেওয়ার কারণে নির্বাচনে না যাওয়ার বিষয়ে একমত হয়েছিল।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার চাই, কিন্তু সেই গণতন্ত্রের পুনরুদ্ধার হতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন কীভাবে হবে? অবশ্যই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এর বাইরে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না।’
আরও পড়ুন-

প্রধানমন্ত্রী আর্তনাদ করছেন: রিজভী

/এসও/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি