X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার ভোরের আগেই রিজভীর মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৯:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৯:৫১

ভোরের আলো ফোটার আগেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিছিল

গত মাসে দুই দফা ভোরবেলায় মিছিল করলেও এবার ভোরের আলো ফোটার আগেই  কয়েকজন অনুসারী নিয়ে মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিনি ঝটিকা মিছিল করেন।

প্রত্যক্ষদর্শী বিএনপি অফিসের কর্মচারী শামিমুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে রিজভী আহমেদের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি নয়া পল্টন কার্যালয় থেকে কাকরাইলের দিকে এগিয়ে আবার অফিসে ফিরে আসে।

এদিকে, রিজভী আহমেদ ভোরবেলায় কী বিক্ষোভ করেন এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কেউ-কেউ মনে করেন, পুলিশের গ্রেফতার এড়াতেই তিনি ভোরবেলায় বিক্ষোভের কৌশল অবলম্বন করেছেন।

বিএনপির কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, খুব ভোরে যখন মানুষের স্বাভাবিক কার্যক্রম শুরু হয় না, ওই সময়েই মিছিল করেন রিজভী। বিশেষ করে পুলিশের গ্রেফতার এড়াতে তিনি এ কৌশল করেন। মিছিলের ছবি অনুসারীদের দিয়ে ধারণ করে গণমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, নয়া পল্টনে সকাল থেকে আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান থাকে। আর এ কারণেই ভোরের আগেই বিক্ষোভের সময় বেছে নেন রিজভী।

গত ২৯ জানুয়ারি থেকে তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। রিজভীর অনুসারী মহানগরের এক নেতা জানান, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচিতে দলীয় কার্যালয়ের বারান্দা থেকে স্লোগান দিয়েছেন। মাঝে লিফফেট বিতরণের দিন তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য কার্যালয়ের নিচে আসেন। যদিও পুলিশ দেখে আবার কার্যালয়ে ওঠে যান।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও রিজভী আহমেদ মোবাইল রিসিভ করেননি। এদিকে, রিজভী আহমেদের ভোরবেলায় মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। /এসটিএস/টিএন/

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ