X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

'ছাত্রলীগের গঠনতন্ত্র লঙ্ঘন করে আমাকে বহিষ্কার করা হয়েছে'

ঢাবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ২০:১৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২০:২৫





সংবাদ সম্মেলনে খালেদা হোসেন মুন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদ্য বহিষ্কৃত সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন তার বহিষ্কারাদেশ গঠনতন্ত্রবহির্ভূত বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, তাকে কারণ না দেখিয়ে বহিষ্কার করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
একইসঙ্গে খালেদা হোসেন মুন তাকে বহিষ্কারের কারণ গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের কাছে জানতে চান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ১০ এপ্রিলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। গত ১৭ এপ্রিলের ওই বহিষ্কারাদেশে সাহিত্য বিষয়ক সম্পাদক মুনও রয়েছেন।
খালেদা হোসেন মুন সংবাদ সম্মেলনে বলেন, 'আমাকে বহিষ্কারের আগে আমার কী দোষ তা আমাকে বলা হয়নি, বহিষ্কারের আগে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, এমনকি কী কারণে আমাকে বহিষ্কার করা হলো, তা এখনও আমি জানি না। এমন বহিষ্কার ছাত্রলীগের গঠনতন্ত্রবহির্ভূত।'
লিখিত বক্তব্যে খালেদা হোসেন মুন বলেন, ‘আমি একবছর আগে হল ছেড়ে দিয়েছি এবং গত (১০ এপ্রিল) রাতে কবি সুফিয়া কামাল হলে যে ঘটনা ঘটেছে, সেদিন আমি হলে উপস্থিত ছিলাম না । সেদিন রাতে কী ঘটেছে, সেটাও আমি জানতাম না। আমাকে কয়েকজন কেন্দ্রীয় নেতা ফোন করলে আমি তদের বলেছিলাম, আমি হলের বাইরে আাছি। আমি সেই রাতে হলে যাওয়ার জন্য তদের কাছে সহযোগিতাও চেয়েছিলাম। কিন্তু তারা সহযোগিতা করেননি, উল্টো আমাকে বহিষ্কার করেছেন।’

তিনি বলেন, ‘আমাকে যে তদন্ত কমিটি রিপোর্টের ওপর ভিত্তি করে বহিষ্কার করা হয়েছে, সে তদন্ত কমিটির প্রতি আমার আস্থা নেই। এছাড়া তদন্তে সহযোগিতা করার জন্য আমাকে ডাকা হয়নি, আমার বক্তব্য নেওয়া হয়নি। ফলে আমি মনে করি, তদন্ত সুষ্ঠু হয়নি। পুনরায় সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সেদিনের ঘটনার সঙ্গে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদের শাস্তি দাবি করছি। আমাকে অগঠনতান্ত্রিকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, এর জবাব ছাত্রলীগকে দিতে হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোর্শেদা আমার অনুসারী ছিল, কিন্তু সে এশার হাত ধরেই হলে উঠেছে এবং তার রাজনীতি করেছে। কিন্তু এশা ছাত্রীদের ওপর শরীরিক নির্যাতন করে, এমন কোনও অভিযোগও বিগত সময়ে কোনও ছাত্রী আমার কাছে করেনি।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত কমিটিতে যারা ছিল, তাদের সঙ্গেও আমার কোনও বিরোধ ছিল না।’
গত ১০ এপ্রিল দিবাগত রাতে কবি সুফিয়া কামাল হলে মোর্শেদা খানম নামের এক ছাত্রীর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে হল সভাপতি ইফফাত জাহান এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। পরে এ ঘটনায় ছাত্রলীগ একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির তদন্তে এশা নির্দোষ প্রমাণিত হলে বহিষ্কারাদেশ তুলে নেয় ছাত্রলীগ।

এসআইআর/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’