X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পুলিশের বাধায় ছত্রভঙ্গ বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ১৬:১৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৭:২৭

আটক কয়েকজন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। কিন্তু পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক বিএনপিকর্মী

জানা যায়, মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশের লাঠিচার্জের বিপরীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

পুলিশ মিছিল থেকে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও একটি বেসরকারি টেলিভিশনের দুজনকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়। পরে বেশ কিছু সাংবাদিক থানায় উপস্থিত হলে আটক করা দুই সাংবাদিকদের ছেড়ে দেওয়া হয়।

আহত পুলিশ অফিসার

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানসহ ছয়-সাতজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ বিএনপির কয়েকজন কর্মীকে আটক করে। পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে পুরান পল্টন এলাকায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিছিল থেকে ১০ জনের মতো নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তার মধ্যে আমরা ৭-৮ জনের নাম পেয়েছি। এরমধ্যে রয়েছেন মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি এমানুল হক। এছাড়া পুলিশের বাধার মুখে পড়ে ২০-২৫ জন কর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

বিএনপির বিক্ষোভ মিছিল

এ ব্যাপারে মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান বলেন, ‘‘আমার শরীরেও ইটপাটকেল লেগেছে। আরও ৭-৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ১০-১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’  

 

 

/এএইচআর/ এনএল/ এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে