X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কার অধীনে নির্বাচন হবে, তা মুখ্য নয়: ইসলামিক মুভমেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ২৩:৫৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ০০:০০

 




গোলটেবিল আলোচনা সভা গত নির্বাচনের মতো নির্বাচন জনগণ আর চায় না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন জনগণের প্রত্যাশা। কার অধীনে নির্বাচন হবে, তা মুখ্য নয়।

সোমবার (২৩ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট আয়োজিত ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ জনগণের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
আলোচনায় গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট 'র সভাপতি নুরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের রাজনীতি সুস্থ ধারায় পরিচালিত হচ্ছে না। অসুস্থ রাজনীতি দেশের সমাজ ও অর্থনীতিকে খাবলে খাচ্ছে। আজ এই দেশে কেউ জনগণের স্বার্থে কাজ করার মনোভাব নিয়ে রাজনীতি করছে না। সবকিছুই বাণিজ্যিক হয়ে যাচ্ছে। নির্বাচন বড় বড় দলগুলোর মনোনয়ন বাণিজ্যকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্যে পরিণত হচ্ছে। এতে সৎ, ত্যাগী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন। এসব দেখে আগামী নির্বাচন কেমন হবে তা ধারনা করা মুশকিল।’
বিএনপির ২০১৪ সালের নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত ভুল ছিল দাবি করে তিনি বলেন, ‘এতে শুধু ওই দলের নয় বরং দেশের গণতান্ত্রিক ও প্রশাসনিক ব্যবস্থায় অনেক ক্ষতি হয়েছে। খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সাজা দেওয়ার কারণে নির্বাচনে অযোগ্য ঘোষণা ও দল ভাঙাসহ সম্ভাব্য যতো বিপর্যয়ই আসুক, যেকোনও বিবেচনায় বিএনপি আবারও নির্বাচন বয়কট করুক সেটা আর জনগণ চায় না। খালেদা জিয়াকে মুক্তি না দিলে নির্বাচন বয়কট করার ঘোষণা একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান শেখ বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। দেশের মানুষ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালেই মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন চায়। মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা, গণমানুষের অর্থনৈতিক মুক্তি, ন্যায়বিচার ও ভোটের অধিকার। কার অধীনে দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, তা মুখ্য নয়। তবে দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে এদেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।’
নূরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির চেয়ারম্যান আলমগীর মজুমদার, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা জাফরুল্লাহ খান, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. এম হায়দার আলী প্রমুখ।

/এসও/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…