X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৮, ১৯:৫১আপডেট : ০১ মে ২০১৮, ১৯:৫৪



 জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন হুসেইন মুহম্মদ এরশাদ রোহিঙ্গা ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। একটি রোহিঙ্গাকেও নিজ দেশে ফেরত পাঠানো যায়নি। আমরা কূটনৈতিকভাবে ব্যর্থ।’ মঙ্গলবার মহান মে দিবস উপলক্ষে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘দেশে বেকারের সংখ্যা ৬ কোটি। প্রধানমন্ত্রী বলেছেন জনসংখ্যাকে নাকি জনসম্পদে রূপ দেবেন। কিন্তু এই বৃহৎ জনসংখ্যা জনসম্পদে নয়, নেশাগ্রস্ত হচ্ছে।’
সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘শুনেছিলাম ঘরে ঘরে নাকি চাকরি দেওয়া হবে, হয়নি। এখন ঘরে ঘরে ইয়াবা। ডিজিটাল দেশ গড়ার কথা। দেশ এখন মাদকে টালমাটাল।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে শ্রমিক সমাবেশে এরশাদ বলেন, সরকার দলীয় মধ্যম সারির এক নেতা বলেছেন, আমি নাকি কখন কী বলি তার ঠিক নেই! এরশাদ তো বেচেঁ আছে, আর আমার জন্য আপনারা বেঁচে আছেন। তিন বার এই এরশাদের জন্যই ক্ষমতার স্বাদ পেয়েছেন। এবারও আমার আশায় আছেন। কিন্তু ভবিষ্যৎ বহু দূর। আমার সম্পর্কে মেপে কথা বলবেন।’
এইচ এম এরশাদ বক্তব্যের শুরুতে বলেন, ‘পত্রিকা খুললেই দেখি খালেদা জিয়া অসুস্থ, ইউনাইটেডে চিৎিসার প্রয়োজন, তারেকের নাগরিত্ব নেই, নির্বাচন অনিশ্চিত। সবকিছুই অনিশ্চিত। এ অবস্থার মধ্যেই জাতীয় পার্টি এগিয়ে চলছে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘নারী সমাজের আজ করুণ দশা। নারীর ক্ষমতায়ন শুধু ঘরের মাঝেই। আর কোথায় নেই? শুধু মৃত্যু, আর নারী ও শিশু ধর্ষণ।’
শ্রমিক পার্টির সভাপতি একেএম আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এমপি প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ