X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশে প্রতিক্রিয়া নেই প্রধানমন্ত্রীর

পাভেল হায়দার চৌধুরী
০৬ মে ২০১৮, ২৩:০২আপডেট : ০৬ মে ২০১৮, ২৩:৩৩

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশ একেবারেই আদালতের বিষয় বলে মনে করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্বাচনে আদালতের স্থগিতাদেশ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখাননি বলে তার ঘনিষ্ঠ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

রবিবার (৬ মে) দুপুরে আদালতের স্থগিতাদেশের পর গাজীপুর সিটির নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম গণভবনে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে সাক্ষাৎ পেলেও স্থগিতাদেশের বিষয়ে দলের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলে তাকে জানান প্রধানমন্ত্রী। বিষয়টি স্থানীয় সরকার ও আদালতের, ফলে এটি তারাই সুরাহা করবে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছি। উনাকে পুরো বিষয়টি অবহিত করেছি।’ জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রী বলেছেন নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।  এই স্থগিতাদেশের পেছনে ষড়যন্ত্র রয়েছে মন্তব্য জাহাঙ্গীর বলেন, ‘আমার বিজয় নিশ্চিত জেনে বিভিন্ন মহল ষড়যন্ত্র করেছে।’

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করার বিষয়েও নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী। দলের নীতিনির্ধারকদের তিনি অবহিত করেছেন, বিষয়টি আদালত ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ফলে ইস্যুটির মীমাংসা করবে তারাই। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই। তিনি দলের নেতাদের জানিয়েছেন, নিয়ম অনুযায়ী যা হওয়ার, তাই হোক।

কয়েকটি সূত্র জানিয়েছে, দ্রুত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম অনুরোধ করেছেন।

 

/পিএইচসি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট