X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সরকার যা চায়, নির্বাচন কমিশন তা-ই পালন করে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ১৬:৩৭আপডেট : ০৭ মে ২০১৮, ১৯:৩৬

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতে নির্বাচন কমিশন সহযোগিতা করেছে, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ যা চায় নির্বাচন কমিশন তা-ই পালন করে। এজন্য তারা স্থগিতাদেশের বিরুদ্ধে জোরালোভাবে লড়েনি। তিনি বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের শুনানি রয়েছে। সেদিন যদি জামিন হয়ে যায়, তাহলেও উনার মুক্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, কুমিল্লার মামলায় সেখানকার আদালত  শুনানির জন্য ১৫ মে তারিখ নির্ধারণ করেছে। অর্থাৎ ১৫ মে’র আগে তার জামিন হবে না।’

সোমবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সভায় তিনি এসব কথা বলেন।

২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির প্রয়াত নেতা অ্যাডভোকেট আব্দুল মোবিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়াকে দেশের মানুষ মা সম্বোধন করেন। তার জন্য লাখো-কোটি মানুষ জীবন দিতেও প্রস্তুত। তিনি আজ জেলে। এরপরেও আমরা খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছি। এতে মানুষ খুশি হয়েছে। তারা (দেশের মানুষ) আমাদের শক্ত আন্দোলন করতে বলছেন। পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা চাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘মঙ্গলবার তার (খালেদা জিয়ার) জামিনের শুনানি আছে। কিন্তু কালকে যদি সুপ্রিম কোর্ট তার জামি বহাল রাখেন, তাহলেও অন্য মামলায় শ্যোন অ্যারেস্টের কারণে তিনি মুক্ত হতে পারবেন না। এই সরকার নানা কৌশলে তাকে জেলে আটকে রাখার চেষ্টা করতে পারে। আমরা হয়তো শ্যোন অ্যারেস্টের একটা জামিন করালাম, আরেক শ্যোন অ্যারেস্ট দেখানো হলো। সরকার চাইলে নিশ্চয়ই তা পারে। কারণ, কুমিল্লার আদালতে খালেদা জিয়ার যে শুনানির আবেদন ছিল, বিচারক তার পরবর্তী তারিখ দিয়েছেন ১৫ মে। তাহলে হাইকোর্ট জামিন দিলেও সুপ্রিম কোর্ট আটকে দেয়। আবার সুপ্রিম কোর্টে জামিন হলে লোয়ার কোর্টের কারণে তিনি বের হতে পারবেন না। অর্থাৎ সরকার চায় না খালেদা জিয়া মুক্ত হোক।’

এ সময় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের সমালোচনা করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত একই সূত্রে গাঁথা। তারা জাতীয় নির্বাচন নিয়ে এখন একই ধরনের দোতারা বাজাচ্ছে।’

নির্বাচন কমিশনে বিএনপির আবেদনের ফল পেতে দীর্ঘসূত্রতার অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা অভিযোগ করলে তার তদন্ত হতে নির্বাচন শেষ হয়ে যায়। আর আওয়ামী লীগ আবেদন করলে সঙ্গে সঙ্গে ফল পেয়ে যায়। সরকার যা চায়, নির্বাচন কমিশন তা-ই পালন করে।’

বাংলাদেশ ইসলামিক পার্টির  চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও  বক্তব্য দেন এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া