X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের সঙ্গে বসবে বিএনপি

সালমান তারেক শাকিল
০৭ মে ২০১৮, ২১:০০আপডেট : ০৮ মে ২০১৮, ১২:৩৮

বিএনপি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার কারাদণ্ড ও তার স্বাস্থ্য নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে বিএনপি। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে দলের গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলটি। তবে কূটনীতিকদের ব্রিফ করার সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির কূটনৈতিক উইংয়ের অন্তত ১৫ জন দায়িত্বশীল নেতা অংশ নেন।সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে বিষয়গুলো ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের জানানোর বিষয়ে আলোচনা হয়। এতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত, পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ, খালেদা জিয়ার মামলা, ৮ মে হাইকোর্টে আপিলবেঞ্চে জামিন শুনানির, তার স্বাস্থ্য সমস্যাসহ নানা বিষয় উঠে আসে। 

সোমবারের বৈঠকে অংশ নেওয়া এক তরুণ দায়িত্বশীল বলেন, ‘খালেদা জিয়ার অনুপস্থিতিতে রোজার মাসে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, ইফতার মাহফিল নিয়েও আলোচনা হয় বৈঠকে। কোনও-কোনও বিষয়ে সিদ্ধান্ত হলেও চূড়ান্ত করা হবে ৮ মে খালেদা জিয়ার জামিন শুনানির পর।’

সূত্র জানায়, শিগগিরই বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের গুলশানে ডেকে পরিস্থিতির ওপর ব্রিফ করবে বিএনপি। এছাড়া চলমান অবস্থান ওপর বিদেশিদের চিঠি দেওয়ার বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবউনকে বলেন, ‘সোমবারের বৈঠক আমাদের ইন্টারনাল বৈঠক। এটা আলোচনার বিষয় নয়।’

কূটনীতিকদের পরিস্থিতি ব্রিফ করার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এটা চিন্তা-ভাবনা করছি। এখনও চূড়ান্ত হয়নি।’

উল্লেখ্য, খালেদা জিয়া ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশে জেলে যাওয়ার পর কয়েকদফা বিদেশি কূটনীতিকদের গুলশানে ডেকে পরিস্থিতি জানায় বিএনপি। এ বছরের ৩০ জানুয়ারি, ১৩ ফেব্রুয়ারি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন দলটির কূটনৈতিক উইংসহ সিনিয়র নেতারা। এছাড়া ৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে পরিস্থিতি তুলে ধরে বিএনপি।

কূটনৈতিক উইংয়ের একজন প্রভাবশালী নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত বৈঠকে রাজনৈতিক আলোচনা হয়। আজকের বৈঠকেও তা ছিল। তবে আজকের আলোচনায় রোজার মাসে কূটনীতিকদের সঙ্গে কীভাবে বসবে, সেই বিষয়টিসহ ম্যাডামের অনুপস্থিতির বিষয়টিও ছিল।’

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আলোচনার জন্য বসেছিলাম। রাজনৈতিক আলোচনা হয়েছে। আমাদের নিজস্ব কাজ নিয়ে আলাপ হয়েছে।’

বৈঠকে অংশ নেন—স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার,  জেবা খান, তাবিথ আউয়াল প্রমুখ।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা