X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজনীতিবিদদের ছবি তুললেন বি চৌধুরী

সালমান তারেক শাকিল
১২ মে ২০১৮, ০৩:২৫আপডেট : ১২ মে ২০১৮, ০৪:১২

আসম রবের ছবি তুলছেন সাবেক রাষ্ট্রপতি একসময়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিটি সামাজিক পরিবেশেও হয়ে উঠলেন মনোবাসনায় আহ্লাদিত; নিজের ভেতরে পুষে রাখা সাধারণ মানুষটি বেরিয়ে এলো অকুণ্ঠচিত্তে। বলা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর কথা।

শুক্রবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভায় নিজের মোবাইলের ক্যামেরায় ছবি তুললেন সহকর্মী রাজনৈতিক বন্ধুদের, দর্শকের আসনে বসে থাকা শ্রোতাদের। এ সময় নিজের স্বভাব অনুযায়ী মাঝে মাঝে হেসেও ওঠেন তিনি।

বক্তব্যে হাস্যরসের জন্য সাধারণত সুপরিচিত বি চৌধুরী। তবে শুক্রবার সন্ধ্যাটা ছিল একটু ভিন্ন। বাইরে বৈশাখের ঝড়ো হাওয়া আর বৃষ্টি, ভেতরে নিজের সবচেয়ে বেশি পরিচিত অঙ্গনের লোকদের ছবি তোলা। উপস্থিত রাজনৈতিক নেতা আর সভার দর্শকদের কাছেও বিষয়টি ছিল উপভোগ্য।

মান্নার ছবি তুলছেন বি চৌধুরী বিকল্প ধারা ও যুবধারা আয়োজিত আলোচনা সভাটি হয় বাংলাদেশের জাতীয় নেতাদের স্মরণে, মুক্তিযুদ্ধে শহীদদের শান্তি কামনায়। জ্যেষ্ঠদের মধ্যে প্রথমেই আলোচনা শুরু করেন বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নান। প্রধান অতিথির আসনে বসে শরীর ঘুরিয়ে নিজের আইফোনে ছবি তোলা শুরু করেন বি চৌধুরী। এরই মধ্যে নিজের এক কর্মীকে ডেকে দর্শকদের ছবিও তুললেন। পুরো দেড়ঘণ্টা  বসে নিজেও দর্শকদের ছবি তুললেন কয়েকবার।

মেজর (অব.) মান্নানের পর মঞ্চে এলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক, চারদলীয় যুক্তফ্রন্টের মুখপাত্র মাহমুদুর রহমান মান্না। তখন আবার ছবি তুললেন বি চৌধুরী। এরপর আলোচনায় আসেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তারও ছবি তোলা শেষ করেন বি চৌধুরী। জাফরুল্লাহ চৌধুরীর পর জাসদ সভাপতি আ স ম রবের ছবি তোলেন বি চৌধুরী। একটু সময় নিয়ে সাধারণভাবে ও জুম করে রবের ছবি নেন প্রবীণ এই রাজনীতিক। এরই মধ্যে সভা প্রধানকে দেখে মঞ্চে ও মঞ্চের সামনের সারিতে ছবি তোলার হিড়িক পড়ে যায়।

সাইডে ঝুঁকে জাফরুল্লাহ চৌধুরীর ছবি তুলছেন বি চৌধুরী ছবি তোলার পর নিজের বক্তব্যেও হাস্যরস তৈরি করেন এই রাজনীতিক। বয়স নিয়ে মাহাথির মোহাম্মদের নাম উচ্চারণ করেন। বলে ওঠেন, ‘বয়সে কিছু আসে যায় না, বয়স তিন রকম। বুঝায়ে দিই আপনাদের। একটা হচ্ছে ক্যালেন্ডারে বলে। সত্তর, আশি, নব্বই, বিরানব্বই। দুই নম্বর বয়স হলো, মগজ খেলে কিনা, ব্রেনটা ঠিক আছে কিনা। চিন্তা করতে পারে, দেশের জন্য কিছু ভাবতে পারে! ভবিষ্যৎদ্রষ্টার দৃষ্টিভঙ্গি তার আছে? দেশের মানুষকে ভালোবাসে? এগুলো যাদের রক্তে, তাহলে তাদের বলে, এই লোকটার বয়স হয় নাই। তার নেতৃত্বের গুণ আছে।’ যদিও তিন নম্বর বিষয়টি বলেননি তিনি।

একপর্যায়ে হো-হো করে হেসে ওঠে মাহমুদুর রহমান মান্নার বয়স সম্পর্কে বলেন, ‘কি আপনি তো চল্লিশে।’ নিজের সম্পর্কে বি চৌধুরী বলেন, ‘আমি তো এক পা দিয়াই রাখছি।’

জ্যেষ্ঠ রাজনীতিবিদ বি চৌধুরীর হাস্যরস নিয়ে রাজনৈতিক সমাজেও আলোচনা আছে। ঘরোয়াভাবে নিজের কণ্ঠে গানও শোনান বলে জানান বিকল্প ধারার একাধিক নেতা।

আলোচনা সভায় উপস্থিত বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বললেন, ‘স্যার নিজের ভালোবাসা থেকেই সবার ছবি তুলেছেন। নিজের মোবাইলেই রাখছেন শখের ইতিহাস। সচরাচর সিনিয়র রাজনৈতিক নেতাদের এমন সাধারণ কাজে দেখা যায় না। স্যার আপাদমস্তক একজন হাসিখুশি মানুষ।’





 

 

/এসটিএস/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!