X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তাদের দেশপ্রেম নিয়েও মানুষ সন্দেহ শুরু করেছে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৮, ২০:০৮আপডেট : ১৩ মে ২০১৮, ২০:১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন  বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মালিক বাংলাদেশ ও দেশের জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্যাটেলাইট নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা দেশ জাতির সাফল্যকে মেনে নিতে পারে না, হীনমন্যতায় তাদের কোনও জুড়ি নেই। আমি তো আগেই বলেছি, তাদের দেশপ্রেম নিয়েও মানুষ সন্দেহ শুরু করেছে।’ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘এই স্যাটেলাইটের মালিক বাংলাদেশ এবং দেশের ১৬ কোটি মানুষ। আমরা বিএনপিকেও এর সঙ্গে যুক্ত করি। কিন্তু বিএনপি বলছে, ‘স্যাটেলাইটের মালিকানা চলে গেছে দুজন লোকের হাতে।’আমাদের কথা হলো, কোন সেই দুই জন মানুষ? এর তথ্য-প্রমাণ বিএনপিকে দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারে, তার জন্যও তাদের উচ্চমূল্য দিতে হবে।’’

অনেক ছোট-মাঝারি অর্জনের সঙ্গে কিছু বড় বিজয়ও হচ্ছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘মোটা দাগে বলতে গেলে তিনটির কথা বলতে হয়। এগুলো হলো, সীমান্ত বিজয়, সমুন্দ্র বিজয় ও মহাকাশ বিজয়।’  তিনি আরও বলেন, ‘আজকে বঙ্গবন্ধু স্যালেলাইট ফ্লোরিডার অরলেন্ডো ক্যানেডি স্পেস সেন্টার থেকে যে ঐতিহাসিক শুভযাত্রা সূচনা করলো, সেটা এখন অন দ্য ওয়ে টু অরবিট। এটা আমাদের জন্য বিশাল বিষয়। বিশেষ করে যারা সম্প্রচারের সঙ্গে যুক্ত। এতদিন আমরা ভাড়া করে স্পেস নিয়ে সম্প্রাচার করতাম। এখন নিজেরাই নিজেদের সামর্থ্য দিয়ে সম্প্রচার করতে পারবো। এবং আমাদের যেটা সাশ্রয়, সেটা এক্সপোর্ট করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের স্বর্ণদুয়ার উন্মোচিত হলো। তার মানে সমৃদ্ধির আরেকটি ধাপ আমরা অতিক্রম করলাম। এটা শুধু বিজয় নয়, এটা ঐতিহাসিক বিজয়। শুধু সাফল্য নয়, ঐতিহাসিক সাফল্য।’

খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির অভিযোগ পুরোনো। এটা তাদের ভাঙা রেকর্ড। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রাজশাহী, সিলেট, বরিশালসহ ৫ সিটিতে জিতেছিল। কিন্তু তারপরও তারা রেজাল্ট নিয়েও নালিশ করেছিল। কাজেই এটা তাদের পুরনো অভ্যাস।’

 

/পিএইচসি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা