X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাতীয় নির্বাচনে বিএনপির উপস্থিতি-অনুপস্থিতি নিয়ে যে কৌশল আ.লীগের

পাভেল হায়দার চৌধুরী
১৩ মে ২০১৮, ২২:৪৯আপডেট : ১৩ মে ২০১৮, ২২:৪৯

আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে এখনও ভাবছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে অংশ নিলেও নিজেদের জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী, অংশ না নিলেও জয়ের ব্যাপারে তারা সমান আশাবাদী। বিএনপি না আসলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এমন ভাবনাও নেই ক্ষমতাসীনদের মনে।

তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে তাদের কৌশল হবে এক রকম, অংশ না নিলে কৌশল হবে আরেক রকম। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো এমন আভাস দিয়েছে।

কী কৌশল হতে পারে— এ সম্পর্কে ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন কমিশন নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে উৎসাহিত করা হবে। দলগুলোকে নির্বাচনে আনতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষপও নেওয়া হবে। তবে বিএনপি অংশ নিলে অন্য দলগুলোকে নির্বাচনমুখী করার ব্যাপারে অত ব্যস্ততা থাকবে না আওয়ামী লীগের।

সূত্রগুলো জানায়, বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে আওয়ামী লীগের মাতামাতি থাকবে না। সেক্ষেত্রে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টিই থাকবে সরকারের প্রতিপক্ষ। নিজেদের শরিক অন্য দলগুলোকে আলাদা ব্যানারে নির্বাচন করার পরামর্শও দেবে ক্ষমতাসীনরা। পাশাপাশি বিএনপি থেকে একটি অংশকে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে নানা পদক্ষেপ নেওয়া হবে।

জানা গেছে, এসব পদক্ষেপ নেওয়ার মূলই হচ্ছে বিএনপিবিহীন নির্বাচন অংশগ্রহমূলক হয়েছে তা দেশে-বিদেশে প্রতিষ্ঠা করা। আর তাই এসব কৌশল গ্রহণ করেছে ক্ষমতাসীনরা। এ কারণে নির্বাচনে বিএনপি আসলো কি আসলো না, তা নিয়ে তারা উদ্বেগহীন।

আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের নেতারা জানান, গত নির্বাচন (৫ জানুয়ারি) বিএনপিবিহীন হয়ে যাওয়ার পর দেশের মানুষ বিএনপিকে ছাড়া নির্বাচনে অভ্যস্ত হয়ে গেছে। ফলে আগামী নির্বাচনও বিএনপি ছাড়া অনুষ্ঠিত হলে দেশবাসী অবাক হবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তাদের নির্বাচনে আনতে আওয়ামী লীগ কোনও পদক্ষেপ নেবে না। তবে আমরা চাই নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দল নির্বাচনে আসবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘নির্বাচনে কোন দল আসবে, কোন দল আসবে না, সেটা নিয়ে আওয়ামী লীগ ভাবছে না।’ তিনি বলেন, ‘নির্বাচনে বিএনপি আসলেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত, বিএনপি না আসলেও বিজয় নিশ্চিত।’

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়