X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকার স্যাটেলাইট নিয়ে মিথ্যাচার ও লুটপাট করছে: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ১৭:০৮আপডেট : ১৪ মে ২০১৮, ১৭:১১

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বাংলাদেশ প্রভাষক সমিতির আলোচনা সভা স্যাটেলাইট নিয়ে সরকার মিথ্যাচার করে মিডিয়া দিয়ে প্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘একদিকে স্যাটেলাইট নিয়ে মিথ্যাচার করছে, অন্যদিকে লুটপাট করছে। তিনগুণ বেশি টাকা স্যাটেলাইটের পেছনে খরচ করেছে। এই স্যাটেলাইটে বাংলাদেশের কত টাকা ক্ষতি হবে, তাও বলছে না।’ সোমবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবে  খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ প্রভাষক সমিতি আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দিন দিন জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপছে  অভিযোগ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মেগা প্রজেক্ট এই স্বৈরাচারদের খুব প্রিয় জিনিস। জনগণের সব অধিকার কেড়ে নিয়ে তারা এসব মেগা প্রজেক্টের কথা বলছে। মেগা প্রজেক্টের কথা বলে দেশের ওপরে ও আগামী প্রজন্মের ওপরে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আগে ঋণের বোঝা ছিল ৩৬ হাজার কোটি টাকা। এখন সেটা ৬০ হাজার কোটি টাকায় পৌঁছে গেছে।’

বর্তমান নির্বাচন কমিশন দিয়ে দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব না দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে স্বৈরাচারদের কিছু সিদ্ধান্ত আছে। এই নির্বাচন কমিশন দিয়ে এদেশে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। এই ইসির সঙ্গে নতুনভাবে দুর্নীতি দমন কমিশনও অংশ নিয়েছে। যেখানে বিরোধী দলীয় প্রার্থী থাকবে, সেখানে দুদক তাদের হয়ে কাজ করবে।’

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল বের করা যাবে না। কারণ যে দেশে আইনের শাসন নেই, সে দেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার আশা করা সম্ভব না। এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের আন্দোলন জন্য।’

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা