X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিএনপির মেয়র প্রার্থীর লক্ষাধিক ভোট প্রাপ্তিতে বিস্ময় প্রধানমন্ত্রীর

পাভেল হায়দার চৌধুরী
১৬ মে ২০১৮, ২২:৩৪আপডেট : ১৭ মে ২০১৮, ১৪:৪৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর লক্ষাধিক ভোট প্রাপ্তিতে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনায় ভোট শেষে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিজয়ের সংবাদ পৌঁছুতে গত মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় নেতারা গণভবনে গেলে প্রধানমন্ত্রী তাদের কাছে অসন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তিনি কেন্দ্রীয় অন্য নেতাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, ‘বিএনপি এত ভোট পায় কি করে? তোমরা কি বিএনপির অপকর্মের তথ্য জনগণের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছো?’ সেখানে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনের কাছে প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির এ তথ্য জানান।

সূত্র জানায়,‘‘দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন,বিএনপি দুঃশাসন-দুর্নীতি করেছে,ক্ষমতায় থাকতে অব্যাহত লুটপাটের ফলে রাজনৈতিকভাবে অস্তিত্ব হারিয়েছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে, তাদের দুর্নীতি-লুটপাট আজ সর্বজন স্বীকৃত। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে তারা মানুষ হত্যা করেছে। তোমরা কী এসব তথ্য জনগণের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছো?’’

দলীয় নেতাদের শেখ হাসিনা আরও বলেন, গত ৫ বছর বিএনপির মেয়র ছিল খুলনায়। খুলনাবাসীকে কী দিতে পেরেছে গত মেয়র? তিনি বলেন, খুলনার মানুষের জন্যে এমন একটি ভালো কাজ কি বিএনপি থেকে নির্বাচিত গত মেয়র করতে পেরেছে? তারা তো সারাদেশে অগ্নিসংযোগ করেছে। জনগণের সেবার মানসিকতা এই দলটির মধ্যে নেই। এগুলো নিশ্চয়ই জনগণের সামনে তোমরা তুলে ধরতে ব্যর্থ হয়েছো।

গত মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট আর বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।

/পিএইচসি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো