X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান শেখ হাসিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মে ২০১৮, ২৩:৪১আপডেট : ১৭ মে ২০১৮, ২৩:৫১

শেখ হাসিনা (ফাইল ছবি)

জাতির পিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘একটা কথা মনে রাখতে হবে, সংগঠন যদি শক্তিশালী হয়, সংগঠনে যদি ঐক্য থাকে এবং সংগঠন যদি জনগণের পাশে থেকে জনমত সৃষ্টি করতে পারে, তবে যেকোনও কিছু অর্জন করা সম্ভব, যা আমরা বার বার প্রমাণ করেছি।’

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে এলে তিনি একথা বলেন।

১৯৭৫ সালের বিয়োগান্তক অধ্যায়ের পর শেখ হাসিনা প্রবাসে দীর্ঘদিন কাটাতে বাধ্য হন। এরপর আওয়ামী লীগ তাকে সভাপতি নির্বাচন করলে ১৯৮১ সালের এদিনে তিনি দেশে ফিরে আসেন।

বৃহস্পতিবার সকালে প্রথমে আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর উত্তর ও দক্ষিণ ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুব মহিলালীগ, জাতীয় শ্রমিকলীগ, তাঁতীলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং মহিলা শ্রমিকলীগের নেতাকর্মীরা শুভেচ্ছা জানানোর পর একে একে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সহযোগী সংগঠন। এসময় অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন, দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনিসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিন প্রধানমন্ত্রী তার ভাষণে দেশে ফেরা থেকে শুরু করে রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাত, আন্দোলন-সংগ্রাম এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং তার অবর্তমানে আওয়ামী লীগের নেতৃত্ব খোঁজার জন্যও দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেন। সূত্র- বাসস।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ