X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঐক্য চাইলেন মির্জা ফখরুল, চিন্তার খোরাক দিলেন বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ২০:৪৭আপডেট : ১৯ মে ২০১৮, ২৩:৫১

বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী

রাজনীতিবিদদের সম্মানে ইফতার আয়োজনে করে আমন্ত্রিত রাজনীতিকদের কাছে জাতীয় ঐক্যের আহ্বান রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী তাদের দিয়ে গেলেন চিন্তার খোরাক।

শনিবার (১৯ মে) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত ইফতারের প্রাক্কালে এই দুই রাজনীতিবিদই সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্নাও অংশ নেন। তবে বিএনপিনেতাদের অনুরোধ সত্ত্বেও তারা মঞ্চে ওঠেননি। এছাড়া বিএনপি-জোটের নেতারা উপস্থিত ছিলেন। 

এদিকে, শায়রুল কবির খান জানান, বিএনপির ইফতার আয়োজনে মঞ্চে বসেন ২০ দলীয় জোটের শীর্ষনেতারা। তাদের সঙ্গে বসে কুশল বিনিময় করেন জোটের সমন্বয়ক, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সব সময় বলে এসেছি, বিশ্বাস করি; আমরা মনে করি এই সংকট উত্তরণে জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন।’ ‘গণতন্ত্রকে উদ্ধারের জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জাতীয় শীর্ষনেতৃত্বকে’ আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসুন, দেশের এই প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। অধিকার আদায় করে নেই। দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করি।’

মির্জা ফখরুল বলেন, প্রতি বছর আমরা ইফতারের আয়োজন করে থাকি। আমাদের ইফতার-আয়োজনের কেন্দ্রবিন্দু থাকেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি নেই। এই সরকার তাকে মিথ্যে, ষড়যন্ত্রমূলক মামলায় অন্ধ প্রকোষ্ঠে বন্দি করে রেখেছে, সেখানেই তিনি ইফতার করছেন।’ সবাই সে কারণে ভারাক্রান্ত বলে জানান বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘জাতির এই সংকটময় মুহূর্তে যে নেত্রী আমাদের অতীতে নেতৃত্ব দিয়েছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করেছেন আজ তিনি এই ইফতার মাহফিলে নেই।’

গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা সেই নেত্রীর অবর্তমানে ইফতার আয়োজনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের এই দুঃসময়ে ও গণতন্ত্রের চরম সংকটে আমরা সবাই প্রত্যাশা করি, জাতীয় নেতৃবৃন্দ তাদের মূল্যবান অবদান রাখবেন। জাতিকে এই সংকট উত্তরণে নেতৃত্ব দেবেন।’

মির্জা ফখরুল বক্তব্য শেষ করে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ‘সকলের অভিভাবক, রাজনীতির উজ্জ্বল জ্যোতিষ্ক, নক্ষত্র’ হিসেবে আ্খ্যা দিয়ে আমন্ত্রণ জানান মঞ্চে।

বিএনপির ইফতার মাহফিল অংশ নেন দলীয়, বিশ দলীয় জোট এবং আমন্ত্রিত বিভিন্ন দলের নেতারা

বি.চৌধুরী তার বক্তব্যের শুরুতেই রমজানের ধর্মীয় ফজিলত সম্পর্কে কয়েক মিনিট কথা বলেন। এক পর্যায়ে বলেন, ‘যারা ওয়াদার বরখেলাপ করে না, তারা মুত্তাকী।’

বিকল্প ধারা সভাপতি আরও বলেন, ‘আল্লাহর ওয়াস্তে এমন ওয়াদা দিয়েন না যেটা মানবেন না কখনো। ওয়াদারক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। মুখে বললাম এক, অন্তরে অন্য। এটা কোনও সত্যিকারের মুত্তাকী-মুসলমানের কথা তো নয়ই, রাজনীতিতেও ‘ব্যাড পলিটিক্স’।

দেশে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বি.চৌধুরী বলেন, ‘‘আজকে বিএনপির নেতারা বেশি না হলেও কর্মীদের ভয়ে বুক কাঁপে দুরদুর করে। কাঁপবে না কেন? তারা তো তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। তারা সবসময় ভাবেন,‘কী হবে যদি আবার সরকারি দল ক্ষমতায় আসে—এবারে আমাদের কী হবে?’ এটা স্বাভাবিক শঙ্কা। অভিজ্ঞতায় বলে খুব সুবিধা হবে না।’’

তিনি আরও বলেন, ‘একইভাবে সরকারের কিছু কিছু রাজনৈতিক কর্মী আমার কাছে আসছেন তাদেরও বুক কাঁপে। যদি বিএনপি আসে তাহলে তাদের কী হবে?’

তিনি বলেন, ‘এটা কী খুব ভালো কথা? এটা কী রাজনীতির জন্য শুভ? এটা কী দেশের ভবিষ্যতের জন্য শুভ? এটা কী ইঙ্গিত নয় যে এমন একটা পর্যায়ে যেতে পারে দেশ যেখানে মানুষ মানুষকে হত্যা করবে, নিগৃহীত করবে, জেলে দেবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কিন্তু থামাবে কে?’ আমি চিন্তার খোরাক দিয়ে গেলাম।’

বি চৌধুরী বলেন, ‘এমন একটা শক্তি দরকার যে ওদিকেও কন্ট্রোল করতে পারে, এদিকেও কন্ট্রোল করতে পারে। তারা যদি উঠে আসতে পারে। বলে দেয়- তোমরা যদি একটা মানুষের গায়ে হাত দাও তাহলে সমর্থন উইথড্র করবো, গোল্লায় যাও, বিরোধী দলে যাও। এটাও বলবে, ওটাও বলবে।একমাত্র তাহলেই দেশ রক্ষা পেতে পারে। আল্লাহ কাছে প্রার্থনা করি আমাদের দেশে যেন সেরকম দুর্যোগ না আসে। আমরা যেন মানুষকে মানুষ হিসেবে ভালো ভাবতে শিখি।’

এর আগে মির্জা ফখরুল ইফতার-প্রাঙ্গণে প্রবেশ করে আমন্ত্রিত রাজনীতিকদের সঙ্গে কুশল ও সালাম বিনিময় করেন।

ইফতারে অংশ নেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিয়া গোলাম পারোয়ার, নির্বাহী পরিষদ সদস্য আবদুল হালিম, নুরুল ইসলাম বুলবুল,অ্যাডভোকেট মোবারক হোসাইন,ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকীব, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব এম এম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্যরা মঞ্চে বসে ইফতার করেন।

এছাড়া আবদুল্লাহ আল নোমান, কামাল ইবনে ইউসুফ, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান,  বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল মান্নান, আমীনুল হক, জয়নাল আবেদীন, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, গোলাম আকবর খন্দকার, জিয়াউর রহমান খান, হাবিবুর রহমান হাবিব, আনহ আখতার হোসেইন, সুজাউদ্দিন, আবদুল কাইয়ুম, শাহিদা রফিক, নজমুল হক নান্নু, আব্দুল কুদ্দুস, মামুন আহমেদ, এনামুল হক চৌধুরী, ফরহাদ হালিম ডোনার, জিএম ফজলুল হক, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,খায়রুল কবির খোকন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, আলহাজ সালাউদ্দিন আহমেদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, শিরিন সুলতানা, হারুনুর রশীদ, কায়সার কামাল, ফাওয়াজ  হোসেন শুভ, এবিএম মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিমউদ্দিন আলম, দেওয়ান মো. সালাউদ্দিন, আবদুস সালাম আজাদ,আবদুল বারী ড্যানি, শহিদুল ইসলাম বাবুল, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, অঙ্গসংগঠনের কাজী আবুল বাশার, মুন্সি বজলুল বাসিত আনজু, আনোয়ার হোসেইন, ইশতিয়াক আজিজ উলফাত, হাফেজ আব্দুল মালেক, শাহ মো. নেসারুল হক, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহ কেন্দ্রীয় নেতারা ইফতারে অংশ নেন।

ইফতারের আগে খালেদা জিয়ার মুক্তিলাভ ও তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া