X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সরকারের ভালো কাজ বিএনপির ভালো লাগে না: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৮, ২০:০২আপডেট : ২৩ মে ২০১৮, ১২:২৬

ওবায়দুল কাদের (ফাইল ছবি: সংগৃহীহ) চলমান মাদকবিরোধী অভিযানে সারাদেশের মানুষ খুশি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা বিএনপির ভালো লাগছে না। সরকারের কোনও ভালো কাজ বিএনপির ভালো লাগবে না, এটাই স্বাভাবিক।’ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নোয়াখালী জেলা সমিতির ইফতার মাহফিলে সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘চলমান মাদকবিরোধী অভিযান জনগণের বহু প্রত্যাশিত অভিযান। সুনামিরর মতো মাদক ছড়িয়ে পড়ছে সব জায়গায়। এই মাদক তরুণ সমাজের একটা অংশকে ধ্বংস করে দিচ্ছে। সবাই এই ধরনের অভিযানের  প্রশংসা করছেন।’ তিনি বলেন, ‘বিএনপি আজ পর্যন্ত আওয়ামী লীগের বিষোদগার ছাড়া মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কখনও কোনও কথা বলেনি।’

সেতুমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে শেখ হাসিনা ছাড়া দেশের কোনও রাজনৈতিক দল কথা বলেনি, যা খুবই দুর্ভাগ্যজনক। এটা সমাজের বিরাট সমস্যা। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সব রাজনৈতিক দলকে এ বিষয়ে ঐকমত্য পোষণ করা দরকার।’ তিনি বলেন, ‘বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। মাদকের বিরুদ্ধে তারা একটা কথাও বলেনি। এখন সরকার যখন একটা ভালো পদক্ষেপ নিয়ে অভিযান শুরু করেছে, তখন বিএনপির ভালো লাগছে না। সরকারের ভালো কাজ জনগণের কাছে প্রশংসিত হলে বিএনপির ভালো লাগে না, এটাই বাস্তবতা।’

মাদক মোকাবিলায় ক্রসফায়ার কতটুকু যুক্তিসঙ্গত—এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এটা তো ক্রসফায়ার না, মুখোমুখি যুদ্ধ। মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্র আছে। তারা যদি মোকাবিলা করে পুলিশ ও র‌্যাব কি তাদের ছেড়ে দেবে? মাদক ব্যবসা যারা করে, তাদের সঙ্গে একটি শক্তিশালী সন্ত্রাসীচক্র আছে। কাজেই এ চক্রের সঙ্গে একটা মুখোমুখি সংঘাত হতেই পারে।’

 

/পিএইচসি/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ঝরে গেলো আরেকটি প্রাণ
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী