X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনার চেয়ে কম কষ্টে গাজীপুরে জিতবে আ. লীগ !

পাভেল হায়দার চৌধুরী
২৪ মে ২০১৮, ১৮:৫৯আপডেট : ২৫ মে ২০১৮, ১১:২৮

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ঢাকার প্রবেশমুখ গাজীপুরকে শিল্পাঞ্চল ও ব্যবসায়ীদের অভয়ারণ্যও বলা হয়। নানা কারণে গাজীপুরে বরাবরই রাজনৈতিক অবস্থান পাকাপোক্ত রাখতে চায় আওয়ামী লীগ। এ জেলাকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবেও মনে করে ক্ষমতাসীন দল। সেজন্যই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এত বেশি মনোযোগ আওয়ামী লীগে। দলের নীতিনির্ধারকরা মনে করেন, খুলনার চেয়ে কম কষ্টে গাজীপুরে জিতবে আওয়ামী লীগের প্রার্থী।

গাজীপুর সিটিতে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সব ধরনের রাজনৈতিক কৌশল প্রয়োগ করবে আওয়ামী লীগ। দলটির  নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক শীর্ষ নেতা বাংলা ট্রিবিউনকে এই নির্বাচন নিয়ে তাদের কৌশলের কথা জানিয়েছেন।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। সেখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার ভাষ্য— গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েই আছেন। এই নির্বাচনে দলীয় পলিসি, প্রচারণা এবং সেখানকার নির্বাচনি পুরো পরিবেশ নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করেই রেখেছে। তারা আরও বলেছেন, গত ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হলে এতটা নিরাপদ ছিল না, আওয়ামী লীগের প্রার্থী এখন বিজয়ের ব্যাপারে যতটা নিরাপদ। এর বাইরেও প্রতিপক্ষ প্রার্থীর (হাসান আলী সরকার) সক্ষমতা বিবেচনায় নিয়েই বলা যায়, আমরা গাজীপুরে জিতে গেছি।

নীতিনির্ধারকরা আরও জানান, নির্বাচনি কৌশলগুলোর মধ্যে রয়েছে—গাজীপুরে দলীয় কোন্দল ও উপ-কোন্দল মীমাংসা করা, ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া। এছাড়া, সরকারদলীয় প্রার্থী জিতলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, স্থানীয় জনগণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া। এসব কৌশল অবলম্বন করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই নির্বাচনে মাঠে থাকবে।

ক্ষমতাসীন দলের নীতি-নির্ধারকরা বলেছেন, সবচেয়ে বড় বিষয় হলো গাজীপুরেও আমাদের প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। ভোটকেন্দ্রিক জনগণের কাছে এই দলটি এখন মুখ থুবড়ে পড়েছে। এ অবস্থায় কিছু ‘ইমোশনাল’ ভোট ছাড়া বিএনপির নেতাকর্মীরাও তাদের প্রার্থীকে ভোট দেবে না। অন্যদিকে, গাজীপুরে আমাদের কিছু ভুলত্রুটি ছিল। সেগুলোর সব সমাধান হয়ে গেছে।  

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘গাজীপুর নির্বাচন নিয়ে আওয়ামী লীগে কোনও দুর্ভাবনা নেই। সেখানে দলের শক্ত ভিত্তি তৈরি হয়েই আছে। এছাড়া, স্থানীয় রাজনীতিতে আমাদের যেসব সমস্যা ছিল, তাও ইতোমধ্যে সমাধান হয়ে গেছে। ফলে নৌকার প্রার্থীর বিজয় নিয়ে সমস্যা দেখছি না।’ 

দলের নীতিনির্ধারকরা জানান, খুলনার চেয়ে গাজীপুরে প্রার্থীর বিজয়কে বেশি গুরুত্বপূর্ণ মনে করে ক্ষমতাসীনরা। তাই খুলনার চেয়ে এখানে মনোযোগও বেশি। তবে খুলনায় নৌকার প্রার্থীর বিজয় নিয়ে কিছু অভিযোগ উত্থাপন হলেও গাজীপুরে নৌকার প্রার্থীর যে জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে সুষ্ঠু ভোটেই জিতে যাবেন আওয়ামী লীগের প্রার্থী।

নীতিনির্ধারকরা জানান, জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠেয় সবক’টি নির্বাচনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জিততে হবে। অন্যথায়, জনগণের কাছে ভুল মেসেজ যাবে বলে মনে করে দলটি। এসব বিবেচনায় যেকোনও নির্বাচনে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে শুরু করেছে আওয়ামী লীগ। তবে গাজীপুর নিয়ে তেমন দুর্ভাবনা নেই দলের নীতিনির্ধারণী মহলে। শীর্ষ নেতারা মনে করেন, গাজীপুরের মতো সিটিতে নৌকার প্রার্থী হেরে গেলে, আগামী সংসদ নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে এবং দলীয় নেতাকর্মীদের মনোবলেও চিড় ধরবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাজীপুরে আওয়ামী লীগের অবস্থান বরাবরের মতই শক্তিশালী। এবার এই অবস্থার আরও উন্নতি ঘটেছে।’ তিনি বলেন, ‘সবদিক বিবেচনায় বলাই যায় নৌকার প্রার্থী জিতেই আছে।’ ফারুক খান বলেন, ‘খুলনার চেয়ে কম কষ্ট করে গাজীপুরে জেতা যাবে।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘গাজীপুর ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের জন্যে উর্বর। এখানে শক্ত ভিত্তি রয়েছে নৌকার। নৌকার প্রার্থীর বিজয় অনেকটাই নিশ্চিত হয়ে আছে।’

আব্দুর রহমান বলেন, ‘স্থানীয় রাজনীতিতে কিছুটা জটিল অবস্থা ছিল। ইতোমধ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপে তা সমাধান করা হয়েছে। সেখানে নির্বাচনে রাজনৈতিক কৌশলেও আমরা এগিয়ে আছি।’ দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েই আছে। এছাড়া, বিএনপি নির্বাচনকেন্দ্রিক ভুল রাজনীতি করে জনগণের কাছে মুখ থুবড়ে পড়েছে। ফলে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় দিবালোকের মতো স্পষ্ট হয়ে আছে।’ 

/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের