X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে লাভ নেই, ভারতকে সমস্যার কথা বলুন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ২১:০৯আপডেট : ২৬ মে ২০১৮, ২১:২৩



ন্যাশনাল পিপলস পার্টির ইফতার মাহফিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের সমস্যর কথা না বলে শুধুমাত্র সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করবেন, এটা তো দেশের জনগণ মেনে নিতে পারবে না। দেশের মানুষ আশা করে, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার কথা বলবেন।’
শনিবার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির আয়োজনে ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত এ পার্টিতে জোটের নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১০ বছর ধরে শুনে আসছি আওয়ামী লীগ ক্ষমতায় এসে গেছে, তিস্তা চুক্তি হয়ে যাবে। কিন্তু আজ পর্যস্ত তার সমাধান হয়নি।’
তিনি বলেন, ‘ভালো কথা, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সম্পর্ক হতে হবে সম্পূর্ণ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থ পূরণ করা আমার কাজ নয়। তিনি (প্রধানমন্ত্রী) দাবি করেন, তিনি এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তা তারা বিভিন্ন জায়গায় বলেও বেড়াচ্ছেন। তাহলে আমার দেশের সমস্যার কথা কেন বলছেন না তিনি?’
মির্জা ফখরুল বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিয়ে জনগণের লাভ নেই, আমার দেশের সমস্যার কথা বলতে হবে এবং তার সমাধন করতে হবে। ভারত-বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে আমার দেশের মানুষ হত্যা করা হয়। এখন পর্যন্ত তার সমাধান করা হয়নি। এ বিষয়গুলো নিয়ে কথা বলুন। সমস্যা নিয়ে কথা বলা উচিত, সেটাই দেশের জনগণ চায়।’
তিনি বলেন, ‘প্রথমেই আমাদের রোহিঙ্গা সমস্যা নিয়ে চীন ও ভারতে যাওয়া উচিত ছিল। কারণ রোহিঙ্গা নিয়ে তারাই প্রথমে মিয়ানমারকে সমর্থন করেছে।’
এ বছরকে নির্বাচনি বছর উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা খুলনার নির্বাচন দেখেছেন। গাজীপুর নির্বাচনের আগে যে মহড়া দেওয়া হচ্ছে, তাতে সেখানে কী ধরনের নির্বাচন হবে তা বোঝা যাচ্ছে। গাজীপুর নির্বাচন নিয়ে আমরা শঙ্কায় আছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আজ রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কেউ নিরাপদ নয়। এক ভয়াবহ রাষ্ট্র সৃষ্টি হয়েছে! এ কেমন রাষ্ট্র্র? এ কেমন শাসনব্যবস্থা? তারা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে এক ভয়াবহ শাসনব্যবস্থা কায়েম করেছে। সম্পূর্ণ এক দলীয় শাসনব্যবস্থা চেপে বসেছে। তারা ভিন্ন রূপে এক দলীয় শাসন কায়েম করেছে। প্রশাসনকে দলীয় লোকে পরিণত করেছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মিথ্যা ও সাজানো উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সেই মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। সাধারণত ৫ বছরের সাজা হলে আপিল করার সঙ্গে সঙ্গে জামিন হযে যায়, কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে তা হয়নি।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার সাধারণ নাগরিকের অধিকারটুকুও পাচ্ছেন না। চারদিন ধরে শুনানি হচ্ছে। তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে, সেসব নিয়ে টালবাহানা চলছে।’
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের সঙ্গে জনগণের কোনও সম্পর্ক নেই। এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সব রাজনেতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি।’

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী