X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমরা একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ১৩:১৮আপডেট : ২৮ মে ২০১৮, ১৪:৫৩

নয়াপল্টনে ওয়াহিদুল ইসলামের জানাজা

সদ্যপ্রয়াত বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সৈয়দ ওয়াহিদুল ইসলাম একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা তার মৃত্যুতে একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালাম, যা কোনোদিন পূরণ হবার নয়।’  

সোমবার ( ২৮ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য সৈয়দ ওয়াহিদুল আলমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ নিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। এরআগে সকালে জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, গতকাল রবিবার (২৭ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে সৈয়দ ওয়াহিদুল আলম ইন্তেকাল করেন। মৃত্যুকালে সৈয়দ ওয়াহিদুল আলম স্ত্রীসহ দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও ব্যারিস্টার আকলিমা ফারজানা সুপ্রিম কোর্টের আইনজীবী।

এ বিএনপি নেতার দাফনের ব্যাপারে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘তাকে চট্রগামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

উল্লেখ্য, মৃত্যুর আগ পর্যন্ত ওয়াহিদুল আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন। গত কমিটিতে তিনি কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন ২০০৮-০৯ সালে। সৈয়দ ওয়াহিদুল আলম ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপি প্রতিষ্ঠার পর তিনি এই দলে যোগ দেন। ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সাল থেকে চট্টগ্রাম-৫ আসন থেকে তিনি চার দফা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন।

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা