X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ভারতের সঙ্গে সুসম্পর্ক দেখলে বিএনপির বুক এতো কাঁপে কেন?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৮, ১৪:১৭আপডেট : ২৮ মে ২০১৮, ১৪:৩৫

‘ভারতের সঙ্গে সুসম্পর্ক দেখলে বিএনপির বুক এতো কাঁপে কেন?’




ভারতের সঙ্গে সুসম্পর্ক দেখলে বিএনপির বুক এতো কাঁপে কেন বলে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক দেখলে বিএনপির বুক এতো কাঁপে কেন? কারণ, তারা পাকিস্তানি ভাবধারা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি।’

সোমবার (২৮ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।

এ সময় হাছান মাহমুদ বলেন, ‘ভারত সফর নিয়ে বিএনপির যে চেঁচামেচি, বিএনপি এই সফর নিয়ে অনেক কিছু বলার চেষ্টা করছে। অবস্থা দেখে মনে হচ্ছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হলেই বিএনপির মনে হয় বুক কাঁপে। না হলে তারা সকাল বিকাল সংবাদ সম্মেলন করে এসব প্রশ্ন তুলবেন কেন? আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলে, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করলে আপনাদের এতো বুক কাঁপে কেন? আমি তো বুক কাঁপার কোনও কারণ দেখি না।’

তিনি আরও বলেন, ‘বিএনপির বুক কাঁপে এজন্য যে তারা পাকিস্তানপ্রীতি থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি। পাকিস্তানি ভাবধারার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে নাই তারা। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দেখলে পাকিস্তানের যেমন বুক কাঁপে, তেমনি বিএনপিরও কাঁপে।’ 

জনগণের ভোটের মাধ্যমে আগামীতে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে দাবি করে হাছান মাহমুদ আরও বলেন, ‘নির্বাচনে ভোট দেবে জনগণ। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। অন্য কারও ক্ষমতায় বিশ্বাস করি না। আওয়ামী লীগ সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেছে। জনগণের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে দেশ পরিচালনা করেছে। বিএনপি কিন্তু তা করে না। তারা চোরাপথে ক্ষমতায় গিয়েছিল। অস্ত্র উঁচিয়ে ক্ষমতায় গিয়েছিল। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবারও ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত আছে।’  

বিদেশিদের কাছে নালিশ না করে বিএনপিকে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিদেশিদের কাছে নালিশ না করে জনগণের কাছে যান। পেট্রোলবোমার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের কাছে ওয়াদা করুন, ক্ষমা চান। আমার কাছে মনে হচ্ছে ভোট যতই ঘনিয়ে আসছে, আপনারা ভোট থেকে কীভাবে পালাবেন সেটার একটা অজুহাত খুঁজছেন। তাই আমি বিএনপিকে অনুরোধ করে বলবো, গতবারের মতো এবারও ভোট থেকে পালিয়ে গেলে পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।’

/এসও/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী