X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বাজেটে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৮, ১৫:২৯আপডেট : ০৯ জুন ২০১৮, ১৭:৫৪

‘বাজেটে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে’



প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে অর্থনীতির যে উন্নয়ন দেখানো হয়েছে তার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

 শনিবার (৯ জুন) রাজধানীর হাতিরপুলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এসময় জোনায়েদ সাকি বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনীতির উন্নয়নের প্রশ্নে প্রবৃদ্ধিই এখন একমাত্র মাপকাঠি না। মুদ্রার যেভাবে অবমূল্যায়ন হয়েছে তা মানুষের ক্রয় ক্ষমতা আর আয়ের সঙ্গে বৈষম্যমূলক। মানুষের দারিদ্র্যের ব্যাপারে টাকার মান দেখানো যেতে পারে কিন্তু মানুষের জীবন মানের কোনও পরিবর্তন হবে না।’

সাকি বলেন, ‘গণতান্ত্রিক জবাবদিহিতার জন্য যে ধরনের ক্ষমতা কাঠামো থাকার প্রয়োজন, সেটা নেই। তাই এ ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রস্তাবিত বাজেটের ফলে দেশের পুরো অর্থনীতি মধ্য ও দীর্ঘমেয়াদে ঘোরতর সংকটে পড়তে যাচ্ছে। এবারের বাজেটে সংকট উত্তরণের নতুন কোনও দিক নির্দেশনা নেই এবং বিশ্ব ব্যবস্থায় যে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে সেগুলোর বিবেচনাতেও কোনও আগাম নিরাপত্তার উদ্যোগের কথা ভাবা হয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে অর্থনীতির যে উন্নয়ন দেখানো হয়েছে তার মাধ্যমে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। 




মূল প্রবন্ধে বলা হয়, সরকার ধনী-গরিব সবার জন্য প্রযোজ্য ভ্যাট আহরণে যতোটা উদ্যোগী, মধ্যবিত্ত আর উচ্চবিত্তের কাছ থেকে আয় ও মুনাফার কর আহরণে ততটা আগ্রহী নয়। সরকারের কর এবং ভ্যাট আহরণের সক্ষমতা বৃদ্ধির এমন কোনও নমুনা দেখা যাচ্ছে না যাতে বলা যায় যে, তারা এমন নাটকীয় মাত্রায় আহরণ বাড়াতে সক্ষম হবে। বাজেটের আকার সময়ের সঙ্গে যেভাবে বাড়াতে হয়েছে, সেভাবে সরকারের কর-বর্হিভূত আয় বাড়েনি। তাই করের পরিমাণ অসমানুপাতিক হারে বাড়াতে হয়েছে। 

সংবাদ সম্মেলনে আবুল হাসান রুবেল আরও বলেন,‘২০১১-১২ থেকে ২০১৮-১৯ পর্যন্ত বাজেট পর্যালোচনা করলে দেখতে পাই, এই সময়ের ব্যবধানে কোম্পানির দেওয়া কর বেড়েছে ৩ দশমিক ৫ গুণের কম, আর ব্যক্তির আয় থেকে পাওয়া কর বেড়েছে প্রায় ৪ গুণ। সরকার তার আয় বাড়ানোর জন্য কোম্পানির চেয়ে বেশি নির্ভর করছে ব্যক্তির আয়ের ওপর।’ 



ভ্যাট প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ‘ভ্যাট থেকে যে আয় সরকার করছে তার গড়ে প্রায় দুই-তৃতীয়াংশই আসছে দেশীয় পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাট থেকে। আর এক-তৃতীয়াংশের মতো আসছে আমদানি করা পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাট থেকে। সরকার অপেক্ষাকৃত কম আয়ের মানুষের ওপর করের বোঝা বাড়াচ্ছে (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) অন্য দিকে বেশি আয়ের মানুষকে রেয়াত দিচ্ছে।’

ব্যাংকিং খাত প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়- ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও ব্যাংক মালিকদের সুবিধা দিতে যারা পিছপা হচ্ছেন না, তারাই যদি করমুক্ত আয়ের সীমা বাড়ানোর কথা বলে সরকারের আয় কমে যাওয়ার যুক্তি দেন; তাহলে সেটা ধোপে টেকে না। দুর্নীতিতে যুক্ত ব্যাংক মালিকদের সুবিধা না দিয়ে এ সুযোগগুলো তরুণ আইসিটিভিত্তিক উদ্যোক্তাদের দেওয়া ন্যায্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু সরকার উল্টো পথে হাঁটবার ইঙ্গিত দিচ্ছে।’ 

সরকারের ব্যয় প্রসঙ্গে বলা হয়, আবর্তন ব্যয়ের এক চতুথাংশই ব্যয় হয়ে যাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, প্রশিক্ষণ, ভ্রমণ এবং বদলির পেছনে। বরাদ্দকৃত এই পরিমাণের মধ্যে ২২ হাজার কোটি টাকারও বেশি আসলেও তা চলে যাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের পেছনে। এই পরিমাণটি বাদ দিলে সামাজিক কর্মসূচির বরাদ্দ দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকা। দেশের ২১ শতাংশ দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় করা হচ্ছে মোট বাজেটের ১০ শতাংশেরও অনেক কম।’ 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘সামাজিক নিরাপত্তার জন্য বাজেট বরাদ্দের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- এক্ষেত্রে সব সময়ই নগর অঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্র মানুষেরা উপেক্ষিত থেকে যান। নগরের দরিদ্র মানুষের উপেক্ষিত থাকার পেছনে ভোটের রাজনীতি একটি বিশেষ ভূমিকা পালন করে বলে আমরা মনে করি।’ 




/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী