X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার চিকিৎসায় সময়ক্ষেপণ করছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৮, ২২:০৪আপডেট : ১৩ জুন ২০১৮, ২২:০৬

লেবার পার্টির ইফতার মাহফিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউনাইটেড হাসপাতালেই খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। দ্রুত ইউনাইটেড হাসপাতালেই তার চিকিৎসার ব্যবস্থা নেবে সরকার।’

বুধবার (১৩ জুন) সন্ধ্যায় এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২০ দলীয় জোটের শরিক দল লেবার পার্টির একাংশ এর আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ও পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থা হলে তার যাবতীয় খরচ দল এবং পরিবার বহন করবে। এরপরও তার চিকিৎসায় বিলম্ব করা হচ্ছে।’

সম্মিলিত সামরিক হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্যের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সুনির্দিষ্টভাবে বলেছি, যিনি রোগী তার আস্থার ব্যাপার আছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জেলকোডের কোথাও বলা নেই যে— শুধু সরকারি হাসপাতালেই চিকিৎসা করতে হবে। সেজন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে— ইউনাইটেড হাসপাতালে নেত্রীর চিকিৎসার ব্যবস্থা করতে।’

ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ফরিদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আবদুল হালিম, বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এএইচআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ