X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি এখনও পাওয়া যায়নি: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৮, ১২:৫০আপডেট : ১৬ জুন ২০১৮, ১৩:২২

জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি নেতারা খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের দেখা করার অনুমতি এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন,  ‘আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য একটি আবেদন করেছি। সেটির কোনও অনুমতি আমরা এখনও পাইনি। আমরা কারাগারের সামনে নেত্রীর সঙ্গে দেখা এবং কথা বলার জন্য যাবো। আশা করছি, আমরা অনুমতি পাবো।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ। কিন্তু সরকার তার কোনও চিকিৎসার ব্যবস্থা করছে না। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে সরকারকে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য মিথ্যা ও সাজানো মামলায় তাকে কারাবন্দি করে রাখা হয়েছে।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের আন্দোলন চলমান রয়েছে। বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। খালেদা জিয়া জামিন পাওয়ার পরেও সরকার বিভিন্ন ছল-চাতুরির মাধ্যমে তাকে কারাগারে আটকে রেখেছে।’

বাংলাদেশের জনগণ বিষাদময় ঈদ পালন করছে উল্লখ করে তিনি বলেন, ‘দেশের ১৬ কোটি জনগণের নেত্রীকে কারাগারে বন্দি রেখে বিষাদময় মন নিয়ে ঈদের নামাজ ও ঈদ পালন করছে জনগণ।’

মাজারে শ্রদ্ধা নিবেদনের আগে খালেদা জিয়ার মুক্তির জন্য বিশেষ মোনাজাত পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, আহম্মেদ আজম খান, ড. জাহিদ হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

/এএইচআর/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী