X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিএনপির নির্বাচন করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্ন তুলতে পারে আ.লীগ

পাভেল হায়দার চৌধুরী
১৮ জুন ২০১৮, ০৯:৫৩আপডেট : ১৮ জুন ২০১৮, ১৩:১৩

 

বিএনপির নির্বাচন করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্ন তুলতে পারে আ.লীগ বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন করার যোগ্যতা রাখে কিনা তা নিয়ে দেশবাসীর কাছে ফলাও করে প্রচারে নামার কৌশল নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন পর্যন্ত এই প্রচারণা অব্যাহত রাখবে তারা। আন্তর্জাতিক আদালতে বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত হয়েছে, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া অর্থ আত্মসাতের মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত, কারান্তরীণ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দুর্নীতি-লুটপাটের মামলায় দণ্ডিত এবং ফেরার আসামি। নির্বাচনের আগে এসব ইস্যু কাজে লাগিয়ে দলটির নির্বাচন করার আইনগত কোনও বৈধতা থাকে কিনা সেই নিয়ে উদ্যোগ গ্রহণ করার ইঙ্গিত পাওয়া গেছে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে। এসবের ব্যাপারে আইনি দিকগুলো খতিয়ে দেখা শুরু করেছে তারা। এগুলো দেখছে আওয়ামী লীগ সমর্থিত বিশিষ্ট আইনজীবীরা। এ ব্যাপারে আইনি কোনও বাধ্যবাধকতা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও পরিকল্পনা রয়েছে ক্ষমতাসীনদের। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা এ তথ্য জানিয়েছেন।


এসব নেতা জানিয়েছেন, বিএনপিকে নিয়ে উল্লেখিত ইস্যুগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। বিশেষ করে বিএনপি যে একটি সন্ত্রাসী সংগঠন ভোটের আগে এটি নিয়ে ব্যাপক প্রচারে নামবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানান, এছাড়া গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশেও (আরপিও) বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও বিধিবিধান পাওয়া যায় কী না তার চুলচেরা বিশ্লেষণ চলছে। সেখানে ব্যবস্থা নেওয়ার মতো কোনও সুযোগ থেকে থাকলে নিশ্চয়ই সে উদ্যোগ গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপিকে যে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে রায় দিয়েছে কানাডার ফেডারেল কোর্ট, এটা দেশের মানুষের জানা রয়েছে। দুর্নীতি,লুটপাট ও অর্থ আত্মসাতের মামলায় খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দণ্ডিত। জনগণের মধ্য থেকে তাদের বর্জনের দাবি উঠতেই পারে।
তিনি বলেন, এগুলো ভাবলে নিশ্চয়ই বিএনপির বাংলাদেশে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেটি অবশ্যই প্রশ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন বিশিষ্ট আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত এবং দেশের ও আন্তর্জাতিক আদালতে তাদের দল সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিযুক্ত। এ অবস্থায় এই সংগঠনের রাজনীতি করার অধিকার আইনত কতখানি আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি কোনও বিধিনিষেধ থাকলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেবো।
ওই আইনজীবীরা বলেন, কানাডার কোর্টে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিএনপি চিহ্নিত হয়েছে। এর ফলে বিএনপির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলাও করার চিন্তা করছে তারা।
দলের সভাপতিমণ্ডলীর অপর সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপি ক্ষমতায় থেকে এত অপরাধের সঙ্গে জড়িয়েছে যে তাদের রাজনীতি করার অধিকার এখন রয়েছে কিনা তা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত জানিয়েছে, আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে আইনি উদ্যোগ নিতে আইনজীবীদের এখনও কোনও সিগন্যাল দেওয়া হয়নি। তবে আইনজীবীরা আইনি মারপ্যাঁচ রয়েছে কিনা তা স্বপ্রণোদিত হয়েই খোঁজার চেষ্টা করছেন। তারা কোনও হেতু খুঁজে পেলে দলের নীতিনির্ধারণী পর্যায়কে তা অবহিত করে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরামর্শ দেবেন।

/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া