X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কমিটি বিরোধ নিয়ে মির্জা ফখরুলকে নালিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৮, ১৮:৪৬আপডেট : ১৮ জুন ২০১৮, ১৮:৫০





মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর উত্তরের নেতারা সদ্য ঘোষিত ঢাকার থানা ও ওয়ার্ড কমিটি গঠনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাদের একাংশ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন। সোমবার (১৮ জুন) বিএনপির মহাসচিবের উত্তরার বাসায় উত্তর বিএনপির কেন্দ্রীয় কমিটির ৬৫ নেতার মধ্যে ৩০ জন সাক্ষাৎ করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদ্রোহী নগর নেতাদের অভিযোগ লিখিত আকারে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

গত ৩ জুন রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৫টি থানায় ১২১ সদস্যের পূর্ণাঙ্গ থানা কমিটি এবং ৫৮টি ওয়ার্ডে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি অনুমাদন দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এসব কমিটি অনুমোদন করেন।

সংক্ষুব্ধ নেতারা ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের বিরুদ্ধে সদ্য ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটি গঠনে স্বজনপ্রীতি, পদ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন মির্জা ফখরুলের কাছে। তারা বলেন, সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সিনিয়র সহ- সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলামের পছন্দের লোকদের থানা ও ওয়ার্ড কমিটিতে পদ দিয়েছেন। এই ৪ নেতার পছন্দের বাইরে কমিটি গঠনে অন্য নেতাদের মতামত প্রাধান্য দেওয়া হয়নি।
বিদ্রোহী নেতারা বলেন, বিগত দিনের আন্দোলনে নির্যাতিত, ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে কমিটিগুলোতে। এসব কমিটিতে অনেক নেতার দেহরক্ষী, মাদক ব্যবসায়ী, নিষ্ক্রিয় নেতারা পদ পেয়েছেন।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদ্রোহী নগর নেতাদের তাদের অভিযোগ লিখিত আকারে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সমস্যার সমাধানও করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আগামীকাল মঙ্গলবার (১৯ জুন) সকালে মির্জা ফখরুলের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।
উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মহাসচিবের সঙ্গে দেখা করেছি। কমিটি গঠনের অনিয়মগুলো তার কাছে তুলে ধরেছি। তিনি আমাদের দাবিগুলো শুনেছেন। তবে তিনি এসব অভিযোগুলো লিখিত আকারে দেওয়া জন্য বলেছেন। আগামীকাল সকালে আমরা লিখিত আকারে মহাসচিবর কাছে দেবো।’
আরেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা কমিটি নিয়ে নানা অনিয়মের কথা তুলে ধরেছি। তিনি (মির্জা ফখরুল) আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদের বলেছেন, ‘বিষয়টি আমি শুরু থেকেই জানি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও এ বিষয়ে অবগত আছেন। দ্রুত এসব সমস্যা সমাধান করা হবে।’”

 

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী