X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার চিকিৎসার সমাধান কোন পথে

আদিত্য রিমন
২০ জুন ২০১৮, ১৪:৩৭আপডেট : ২০ জুন ২০১৮, ১৯:৪৪

খালেদা জিয়া

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান। আর জেল কোড অনুযায়ী সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তাকে চিকিৎসা দেওয়ার প্রস্তাব সরকারের। কিন্তু সিএমএইচে খালেদা জিয়া চিকিৎসা নেবেন না বলে জানিয়ে দেয় বিএনপি। সরকারও রাজি নয় তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কীভাবে সম্ভব বা এর সমাধান হবে কোন পথে?

বিএনপি নেতারা বলছেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। এক্ষেত্রে রোগী যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেখানেই তাকে চিকিৎসা দিতে হবে। খালেদা জিয়ার পছন্দ ইউনাইটেড হাসপাতাল। তাই তাকে এই হাসপাতালে চিকিৎসা দিতে হবে। জেল কোড অনুযায়ী খালেদা জিয়াকে এই হাসপাতালে চিকিৎসা দিতে তারা কোনও বাধাও দেখেন না। তাছাড়া কারাবন্দি হিসেবে বেসরকারি হাসপাতালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের চিকিৎসা নেওয়ার উদাহরণ রয়েছে। তারা যে জেল কোডের অধীনে চিকিৎসা নিয়েছেন, এখনও সেই জেল কোড বহাল। তাহলে খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে সরকারের সমস্যা কোথায়?

বিএনপি নেতারা আরও বলছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে এর সমাধান এখন একমাত্র সরকারই দিতে পারে। কারণ, খালেদা জিয়ার পছন্দের হাসপাতালের বিষয়টি বিএনপি জানিয়ে দিয়েছে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ বিএনপি বহন করবে— সেটাও জানানো হয়েছে সরকারকে। বিএনপি পক্ষ থেকে সমাধান দেওয়া হয়ে গেছে। এখন সরকারের দায়িত্ব খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া । কারাবন্দিদের চিকিৎসার দায়িত্ব সরকারের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান সরকারেই দিতে পারে। কারণ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের অপশনের কথা বলে দিয়েছি। ম্যাডামের ইচ্ছার কথা জানিয়ে দেওয়া হয়েছে সরকারকে। তার চিকিৎসার ব্যয় বিএনপি বহন করবে, তাও জানানো হয়েছে। এখন আমরা তো ইচ্ছা করলে তাকে যেখানে-সেখানে নিয়ে যেতে পারবো না। তার চিকিৎসার ব্যবস্থা করার দায়িত্ব সরকারের, যেখানে খালেদা জিয়া চিকিৎসা নিতে চান।’

তিনি বলেন, ‘এখন আমাদের কোর্টে আর বল নেই, বল সরকারের কোর্টে। তবে খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব হচ্ছে সরকারের।’

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কেন খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেবো? আমরা তাকে জেল কোড অনুযায়ী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিতে বলেছি। সিএমএইচের ওপরে কোনও হাসপাতাল আছে নাকি?’

সিএমএইচ নিয়ে খালেদা জিয়ার আপত্তির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘এখন তারা (বিএনপি) রাজি না হলে জেল কোড অনুযায়ী কী করা যায় তা ভেবে দেখতে হবে। তবে আমি এই মুহূর্তে ঢাকার বাইরে আছি।পরে বলতে পারবো,এর কী সমাধান করা যায়।’

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, আগামী ২৪ জুন খালেদা জিয়ার জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে। সেদিন তার অসুস্থতার বিষয়টি আদালতে তোলা হবে। যদি তিনি জামিন পান তাহলে তার পছন্দের হাসপাতালে চিকিৎসা হবে। আর যদি জামিন না পান সেক্ষেত্রে সিএমএইচে চিকিৎসা নেওয়ার বিষয়ে নতুন করে ভাবতে হবে খালেদা জিয়া ও বিএনপিকে। কারণ, এখানে খালেদা জিয়ার জীবন-মরণের প্রশ্ন।

গত ৯ জুন খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তির সুপারিশ করেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। ওইদিন ডা.এফ এম সিদ্দিকী বলেন, ‘গত ৫ জুন খালেদা জিয়া দাঁড়ানো অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যান। ৫-৭ মিনিট পর তার জ্ঞান ফিরলেও ওই সময়ের কথা কিছুই মনে করতে পারছেন না তিনি। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, তার টিআইএ (ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক) হয়েছে। এটা মাইল্ড স্ট্রোকের মতো। যা আগামীতে বড় ধরনের স্ট্রোক হওয়ার আশঙ্কার রয়েছে।’

এরপর গত ১০ জুন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা সেবা দেওয়ার প্রস্তাব দেয় সরকার। কিন্তু খালেদা জিয়া বিএসএমএমইউয়ে চিকিৎসা নিতে রাজি হননি। ১২ জুন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।এ আবেদন নিয়ে মন্ত্রণালয়ে যান খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব আব্দুস সাত্তারসহ ৩ জন। এরপর বিএনপি চেয়ারপারসনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেওয়ার প্রস্তাব দেয় সরকার। কিন্তু এ হাসপাতালেও চিকিৎসা নিতে রাজি নন তিনি।

এ বিষয়ে আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার আবেদন করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনও সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি।’

আরও পড়ুন: কারাবন্দি অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন যেসব নেতা

/এইচআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের