X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আন্দোলনের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে পরিবর্তন আনা হবে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৫:৫৭আপডেট : ২০ জুন ২০১৮, ১৭:২০

ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ‘নিয়মতান্ত্রিক’ কর্মসূচিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় আছেন। আমাদের কাছে এখন মুখ্য বিষয় তাকে মুক্ত করা এবং আমরা এতদিন আন্দোলনের যে কর্মসূচি দিয়ে এসেছি, প্রয়োজনে তা পরিবর্তন করতে হবে। এমন কর্মসূচি দিতে হবে, যার মাধ্যমে আমরা তাকে মুক্ত করে আনতে পারবো।

বুধবার (২০ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কোনও স্বৈরাচারী সরকারকে পৃথিবীর কোথাও অপসারণ করা সম্ভব হয়নি। সুতরাং এদেশেও এটা সম্ভব হবে না। এই উপলব্ধি থেকে উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচি সফল করে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা হবে।’

গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলেও মনে করেন মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘আমরা এতদিন আন্দোলনের যে কর্মসূচি দিয়ে এসেছি, প্রয়োজনে তা পরিবর্তন করতে হবে। এমন কর্মসূচি দিতে হবে, যার মাধ্যমে আমরা তাকে মুক্ত করে আনতে পারবো।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার বিএনপিকে মাঠে নামতে দেবে না, রাস্তায় নামতে দেবে না। এটাই তাদের উদ্দেশ্য। তবে আমরা বলতে চাই—এর জবাব আমরা ইনশাল্লাহ দেবো। আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। যে ধরনের আন্দোলনে অতীতে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে ১৯৬৯ সালে এবং ১৯৯০ সালে, সেই ধরনের আন্দোলনই বাংলাদেশে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ ।

/এএইচআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী