X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাদেরের নির্দেশেই বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৬:২৮আপডেট : ২০ জুন ২০১৮, ১৭:৩৩

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছিল। তিনি বলেন, ‘এটা শুধু আমার কথা নয়। এটা নোয়াখালীর সব মানুষের কথা। আর একথা আমাকে এসপি ও ওসি বলেছেন।’

বুধবার (২০ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘‘আমার বলতে দ্বিধা নাই। যখনই এসপি ও ওসির সঙ্গে আমি কথা বলেছি, তারা আকার-ঈঙ্গিতে বলেছেন, ‘মন্ত্রী (ওবায়দুল কাদের) সাহেবের নির্দেশ আছে, আপনাকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না।’ আর ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা বিএনপির অন্তর্দ্বন্দ্বের কারণে হচ্ছে।’ কিন্তু আমাদের দলের মধ্যে কোনও বিভক্তি নাই। সুতরাং তিনি (ওবায়দুল কাদের) মিথ্যা কথা বলছেন। উনি মিথ্যুক। কারণ, পুলিশ আমাকে বলেছেন ‘মন্ত্রী সাহেব এসেছেন, আপনি এলাকা থেকে চলে যান।’ আমি বলেছি, আমার লাশ যাবে কিন্তু আমি যাবো না।’’

তিনি বলেন, ‘নোয়াখালী জেলার আওয়ামী লীগ নিশ্চিত হয়েছে আগামী নির্বাচনে তাদের পরাজয় অবধারিত। এ কারণেই এ ধরনের আচরণ করছে। তাই আমরা বলতে পারি, আগামী নির্বাচন সুষ্ঠু হলে নোয়াখালীতে আওয়ামী লীগ কোনও আসনে জয়লাভ করতে পারবে না।’

বৃহত্তর নোয়াখালীতে ১৩টি আসন রয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, ‘১৯৭৯ সাল থেকে কোনও কোনও নির্বাচনে আমরা (বিএনপি) ১১টি আসন পেয়েছি। আবার কোনোবার ১৩টি আসন পেয়েছি। সুতরাং বলতে পারেন নোয়াখালী বিএনপির ঘাঁটি। তাই আমরা যাতে কেউ মাঠে নামতে না পারি, এজন্য পুলিশকে দিয়ে সরকার এগুলো করছে।’

সাত দিন নিজের বাড়িতে অবরুদ্ধ ছিলেন অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, ‘পবিত্র রমজান মাসে একটি ইফতার মাহফিলও আমি করতে পারি নাই। কারণ, ইফতার মাহফিল পুলিশ নিষিদ্ধ করে দিয়েছিল। এছাড়া, ঈদের দিন আমি বড় মসজিদে এবং বড় জামাতে নামাজ পড়তে পারি নাই। কারণ, আমাকে ঘর থেকে বের হতে দেয়নি। তাই বাড়ির কাছে যে মসজিদ ছিল, সেখানেই নামাজ পড়তে হয়েছে।’

ঈদের দিনে রাজনীতিকরা মতবিনিময় করে থাকে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘ঈদের দিন বিকালে আমার দুটি জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু আমি যেতে পারি নাই। আমার বাড়ির পাশের রাস্তা পুলিশ ট্রাক দিয়ে বন্ধ করে রেখেছিল।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে