X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘নৌকার প্রচার দেখা যায়, ধানের শীষের শোনা যায়’

শেখ জাহাঙ্গীর আলম
২২ জুন ২০১৮, ২১:০১আপডেট : ২৩ জুন ২০১৮, ১২:২৪

গাজীপুরে সবখানে এখন নির্বাচনি প্রচারণা গাজীপুর মহানগরের অন্যান্য এলাকার মতো বোর্ড বাজারের উত্তর খাইলকুর এলাকায় (৩৩ নম্বর ওয়ার্ড) মোড়ের চায়ের দোকানগুলোতেও চলছে তুমুল নির্বাচনি আলোচনা। চায়ের কাপে চুমুক দিতে দিতে আবুল হোসেন নামের এক ভোটার বলেন, ‘প্রার্থীরা পুরো গাজীপুরে প্রচারণা চালাচ্ছেন। কোনও হাউ-কাউ নাই। কোনও ঝগড়া বিবাদ নাই। তবে প্রধান দুই প্রার্থীর মধ্যে তুলনা করলে নৌকার প্রচার-প্রচারণাই বেশি। সেই তুলনায় ধানের শীষের প্রচারণা একটু কম মনে হইতাছে!’   জাহাঙ্গীর আলমের গণসংযোগ

গাজীপুরা পূর্বপাড়া এলাকার (৫০ নম্বর ওয়ার্ড) স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নৌকার প্রচারণা তো গলিতে গলিতে দেখা যায়, কিন্তু ধানের শীষের প্রচারণা আমরা কেবল শুনি, তাদের কর্মীরা মাঠে নাই। তবে মাইকিং করতেই দেখা যায়।’

নজরুল ইসলাম নামের এক ভোটার বলেন, ‘তাদের (বিএনপির) নেতাকর্মীরাও আছে। একবারে যে নাই সেটা বলা যাবে না। কিন্তু তাদের দেখা যায় না। গোপনে গোপনে ঠিকই প্রচার চালায়। এছাড়া, প্রচারণার শুরুর থেকে খালি মাইক বাজে, কর্মীগো তো দেখা মেলে না।’ জাহাঙ্গীর আলমের পথসভা

আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণার তাড়জোড়। এ নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে জনসংযোগ ও পথসভা চালিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর পদপ্রার্থীরা। গাজীপুর সিটির বিভিন্ন ওয়ার্ডের ওলিগলি, চায়ের দোকানে এখন নির্বাচনি আলোচনায় মুখরিত। তবে ওয়ার্ড কাউন্সিলদের চেয়ে দুই মেয়র পদপ্রার্থী রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নৌকার পক্ষে প্রচারণা

প্রচার প্রচারণা শুরুর পর থেকে এ পর্যন্ত কোথাও কোনও সংঘাতের ঘটনা ঘটেনি। সব প্রার্থী শান্তিপূর্ণভাবে নিজ নিজ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিকেই মেয়র হিসেবে প্রত্যাশা করছেন গাজীপুরবাসী।

বৃহস্পতিবার (২১ জুন) গাজীপুরের বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখা যায়, রিকশায় করে মাইক বাজিয়ে, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন প্রার্থীরা। নিজ নিজ নির্বাচনি এলাকায় পথসভাও করছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের (নৌকা) প্রচার প্রচারণায় নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। নিজের বাসায় প্রায়ই সংবাদ সম্মেলন করছেন হাসান সরকার

এদিকে, তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকারের (ধানের শীষ) নির্বাচনি প্রচারণায়ও গণসংযোগ চালাচ্ছেন নেতাকর্মীরা। তবে হাসান সরকারের অভিযোগ— বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের কারণে সুষ্ঠু নির্বাচনি পরিবেশের ব্যত্যয় ঘটছে। আতঙ্কগ্রস্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে থাকছেন, তাই নির্বাচনি প্রচার প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা নির্বাচনি প্রচারণা চালাচ্ছি, কাউকে বাধা দিচ্ছি না।’ রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধার অভিযোগ করেন হাসান সরকার

প্রচার-প্রচারণা ও বাকযুদ্ধের পাশাপাশি চলছে দুই দলের কর্মকাণ্ড ও আশ্বাস নিয়ে বিচার-বিশ্লেষণ। স্থানীয়রা বলছেন, গাজীপুর মহানগরীর রাস্তাঘাটের উন্নয়ন ও নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধাসহ সার্বিক উন্নয়নের বিষয়টি নির্ধারণ করছে এই নির্বাচনে। তাই গাজীপুরের উন্নয়নকে বেগবান করতে যোগ্য মেয়রের প্রয়োজন। গাজীপুরে সবখানে এখন নির্বাচনি প্রচারণা

উত্তর খাইলকুর স্থানীয় বাসিন্দা মো. ওয়াসীম আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবাইতো প্রচারণা চালাচ্ছে, সবারই ফিল্ড ভালো। কিন্তু নির্বাচনের ফলাফল কী হয় সেটা বলা মুশকিল।’

ছবি: সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন- গাজীপুরে ৭৯ ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’ 

/এফএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা