X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দণ্ডিত খালেদাকে নির্বাচনে আনার পাঁয়তারা চলছে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ০১:২৭আপডেট : ২৫ জুন ২০১৮, ১৬:২৮

ইনু লেভেল প্লেয়িং ফিল্ডের নামে দণ্ডিত অপরাধী খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে ফেরত আনার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘নির্বাচন কোনও অপরাধীদের হালাল করার মাধ্যম নয়। লাল কার্ড নিয়ে ক্ষমতার বাইরে থাকা খালেদা জিয়া আর মাঠে নামতে পারবেন না। ক্ষমতার বাইরেই তাকে থাকতে হবে।’

রবিবার (২৪ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক জাসদ সভাপতি ইনু এসব কথা বলেন।

সকল ষড়যন্ত্র বানচাল করে যথাসময়ে নির্বাচন করতে হবে মন্তব্য করে ইনু বলেন, ‘জঙ্গিদের সহযোগী বিএনপির কাছ থেকে দেশকে নিরাপদ রাখার জন্য তাদের ক্ষমতার বাইরে রাখতে হবে। যারা নির্বাচন ইস্যুতে খালেদা জিয়ার মুক্তির শর্ত দেয় তারা নির্বাচন বানচাল করতে চায়। এই নির্বাচন বানচালের উছিলা যারা তৈরি করছে তারা গণতন্ত্রের শত্রু।’

তিনি বলেন, ‘সরকারের চলার পথ নিষ্কণ্টক ছিল না। সরকার গঠনের পর থেকেই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, অন্তর্ঘাত আর নাশকতা মোকাবিলা করতে হয়েছে। যুদ্ধ করে শান্তি অর্জন করতে হয়েছে, প্রবৃদ্ধি অর্জন করতে হয়েছে, সক্ষমতা অর্জন করতে হয়েছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।’

তথ্যমন্ত্রী তার বক্তব্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিক কিছু সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করেন। তিনি বলেন, ‘অর্থনৈতিক অগ্রযাত্রা রক্ষা করতে হলে বৈষম্য অবসানের পদক্ষেপ নিতে হবে। দুর্নীতিবাজ ও লুটেরাদের দমনে কঠোর হতে হবে।’

তিনি বলেন, ‘ব্যাংকিং খাতের ওপর তলায় কিছু দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে। সেই জায়গাগুলোতে শৃঙ্খলা আনা দরকার। এই লুটেরাদের কঠোরভাবে দমন করতে হবে, যাতে কেউ ব্যাংকের টাকা আর লুটপাট করতে না পারে। এজন্য ব্যাংক কমিশন গঠন করা দরকার।’

এ সময় ইনু বৈষম্য বিলোপ, ইন্টারনেট অধিকার, খাদ্য অধিকার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধিকার আইন প্রণয়নের দাবি জানান।

 

/ইএইচএস/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়