X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘জাহাঙ্গীরের কি এতই অভাব যে পুলিশের গাড়িতে চড়তে হবে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ১৯:১৫আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:০৩

জাহাঙ্গীর আলম (ফাইল ছবি)

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পুলিশের গাড়িতে চড়ার কথা ডাহা মিথ্যা। তার কি নিজের গাড়ির অভাব রয়েছে যে তাকে পুলিশের গাড়িতে চড়তে হবে। তিনি কি এতই দায়িত্বজ্ঞানহীন যে পুলিশের গাড়িতে চড়তে হবে?’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পুলিশের গাড়ি ব্যবহারের বিষয়ে জানতে চাইলে সোমবার (২৫ জুন) সাংবাদিকদের এসব কথা বলেন এইচ টি ইমাম। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

গাজীপুর সিটি নির্বাচনে সুন্দর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘ভোট নিয়ে শঙ্কার কোনও কারণ নেই। কোনও বিশৃঙ্খলা বা সহিংস ঘটনাও ঘটেনি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনও সন্তুষ্ট।’

গাজীপুরে নির্দিষ্ট সময়ের পরও বহিরাগত আওয়ামী লীগ নেতার নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘বিষয়টি তিনি জানতেন না। তিনি না জেনে গিয়েছিলেন। তাই সঙ্গে সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে ফিরে এসেছেন। নির্বাচন কমিশনের কাছেও দুঃখ প্রকাশ করেছেন। সিইসি বলেছেন, আমারা এ রকম রাজনৈতিক দল চাই।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমাদের দলের বর্ধিত সভায় নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তা শুনে নির্বাচন কমিশন উৎসাহিত হয়েছে। পৃথিবীতে কোনও ক্ষমতাসীন নেতা এরকম কথা বলেছেন বলে শোনা যায়নি। আমরাও এ বার্তা গাজীপুরে পৌঁছে দিয়েছি। অন্যান্য নির্বাচনেও এ বার্তা পৌঁছে দেওয়া হবে। আওয়ামী লীগ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা করছে।’

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন উর রশীদকে বিএনপি প্রার্থীর প্রত্যাহার চাওয়া প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘তারা শেষ পর্যায়ে এসে প্রত্যাহারের কথা বলছেন। গাজীপুরের এসপিকে প্রত্যাহারের বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনও অভিযোগ দেখাতে পারেননি। কী জন্য তারা প্রত্যাহার চান, তা সুনির্দিষ্টভাবে বলা হোক। তাছাড়া, সিইসি আইনশৃঙ্খলা বাহিনীকে যে কড়া নির্দেশনা দিয়েছেন, তাতে সবাই ভয়ে আছে।’

/জেইউ/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!