X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে যাওয়ার আগে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৮, ১৬:২৫আপডেট : ৩০ জুন ২০১৮, ১৬:২৭

 

মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'অনেকে বলেন, বিএনপির নির্বাচনে যাওয়া দরকার। আমিও তাদের সঙ্গে একমত। তবে বিএনপির নির্বাচনে যাওয়া জন্য দরকার বেগম জিয়াকে মুক্ত করা। আর বেগম জিয়া ছাড়া জাতীয় নির্বাচন গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের মতো হয়ে যাবে।’

শনিবার (৩০ জুন) দুপুরে সেগুনবাগিচারর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেলের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের ৬টি পরিবারকে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়।

মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্বাচনের আগে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে নিয়েই আমরা নির্বাচনে যাবো। সেই নির্বাচনে বিএনপি বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

তিনি বলেন, ‘সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে নির্যাতন করছে। শুনছি, আবার নাকি বিএনপির নেতাকর্মীদের লিস্ট করছে। এসব লিস্ট-ফিস্ট দিয়ে কোনও কাজ হবে না। বিএনপির আন্দোলনে ওই লিস্ট বাতাসে উড়ে যাবে।’

আওয়ামী লীগের মধ্যে বিএনপি ভীতি আছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভয় পায় আওয়ামী লীগ। তারা সবসময় ভীতিতে থাকে, কখন যে তারেক রহমান দেশে চলে আসেন।'
বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগের শত্রু মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, 'তারা মনে করে দেশের মানুষ তাদের শত্রু। কিন্তু মানুষ তাদের শত্রু ছিল না। তাদের অপশাসন, দুর্নীতি আর লুটপাটের কারণে জনগণ তাদের শত্রু হয়ে গেছে।’

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে সরকার কারচুপি করে বিজয়ী হয়েছে। তফসিল ঘোষণার পরপর বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, হুমকি-ধামকি দিয়ে এলাকা ছাড়া করেছে। বিএনপি কৌশলগত কারণে প্রতিরোধ করেনি। তবে আগামীতে প্রতিরোধ করা হবে।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশে ঘরে ঘরে স্বজনহারা মানুষের কান্নার রোল। আমরা সরকারের কাছে আহ্বান জানাই গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিন। আর খুনের সঙ্গে জড়িতদের বিচারের ব্যবস্থা করুন।’

জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য আরাফাতুল রহমান আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, ছাত্রদলের রাজিব আহসান পাপ্পু প্রমুখ।

 

 

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না