X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ: শেখ হাসিনাকে তৃণমূল নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৮, ১৭:৩৬আপডেট : ৩০ জুন ২০১৮, ১৭:৪৮

গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) আওয়ামী লীগের অভ্যন্তরে থাকা কোন্দলের কথা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জানালেন তৃণমূল নেতারা। তাদের মন্তব্য, ‘আওয়ামী লীগের শত্রু আর কেউ নয়, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ।’ শনিবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতরে সবুজ মাঠে বিশেষ বর্ধিত সভা ২০১৮ দ্বিতীয় পর্যায়ে এ ওয়াদা দেন তারা। সেখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহী বিভাগের সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, মহানগরের অন্তর্গত কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা। এই বিশেষ বর্ধিত সভায় দলসমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

কোন্দল নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সবার মতামতের ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন দেবো।’ এরপর আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করবেন বলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি তার কাছে ওয়াদা করেন তৃণমূলের নেতারা। দলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে নৌকার বিজয়ের জন্য কাজ করার কথা বলেন তারা।

বিশেষ বর্ধিত সভায় এর আগে স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর নিজের বক্তব্য শেষে তৃণমূল নেতাদের কথা শোনেন শেখ হাসিনা। তখন তারা স্থানীয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। বান্দরবান জেলার আলীকদম উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খো কো মারমা তার বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ফলে পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

কেউ কেউ স্থানীয় সংসদ সদস্যদের মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভাপতিকে অনুরোধ করেন। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ওই আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল কুদ্দুসকে পুনরায় মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান। আরও যারা যা বললেন:

জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান, কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন

নৌকা যার হাতে যাবে তার পক্ষেই আমরা কাজ করবো। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সম্মানী খুবই নগণ্য। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উখিয়া-টেকনাফে যোগাযোগ ব্যবস্থা চার লেনে উন্নীত করে দেওয়া, কক্সবাজারে মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর দ্রুত স্থাপন করা এবং মাদকদ্রব্য প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।

শঙ্কর মুখার্জি, সভাপতি, ঝালকাঠির কৃত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ

আমি একজন সাধারণ মানুষ। হাঁস-মুরগী লালন-পালন করি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। এ সুযোগ অন্য কেউ দিতো না। সবাই উন্নয়নের কথা বলেন, উন্নয়ন দেখতে হলে গ্রামে আসেন। আমাদের গ্রামে কোনও ছনের ঘর নেই। ২০০১ সালের সেই ভয়াবহতা যারা দেখেননি, তারা বুঝবেন না জামায়াত-বিএনপি কী জিনিস। তাই আপনাদের বলবো, কোনও অবস্থায় যেন সেই জামায়াত-বিএনপি ক্ষমতায় না আসতে পারে। এজন্য আমাদের ঐক্য গুরুত্বপূর্ণ।

আমির আলী, চেয়ারম্যান, সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাকে সিলেটের ১৯টি আসন উপহার দেবো। সিলেট সিটি করপোরেশনে দল থেকে মনোনীত প্রার্থীকে আমরা মেয়র পদে বিজয়ী করবো। সিলেটের ওই আসন থেকে শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানাই। আমাদের নৌকা আমাদের ফিরিয়ে দিন।

মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়ুন, বরিশাল মহানগরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
দীর্ঘ সময় আওয়ামী লীগ করে এমন সুযোগ পাইনি। আজ কথা বলার যে সুযোগ পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী সিটি করপোরেশন নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে মেয়র নির্বাচিত করে আপনাকে বরিশাল থেকে বিজয় উপহার দেবো।

হেমন্ত তালুকদার, সাধারণ সম্পাদক, সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ
আমরা গ্রাম থেকে এসেছি। আমাদের কোনও কথা বলার সুযোগ নেই। আওয়ামী লীগের শত্রু আর কেউ নেই। নির্বাচন এলেই আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হয়ে যায়। আমরা কোনও নেতার গ্রুপিংয়ে যাবো না। নেত্রী যাকে নৌকা দেবেন আমরা তাকে ভোট দেবো। আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বুঝি— নৌকা যেদিকে, শেখ হাসিনা সেদিকে।

আব্দুল কুদ্দুস মণ্ডল, সভাপতি, পাবনা সদর উপজেলার সাদুল্ল্যাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ
আমরা ঐক্যবদ্ধ আছি। নৌকার জয়ের জন্য কাজ করে যাবো। যত দ্বিধা-বিভেদ থাক না কেন, কাঁধে কাঁধ ও হাতে হাত মিলিয়ে নৌকাকে জয়ী করবো।
আরও পড়ুন-

ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আ.লীগ ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনেও বিজয়ী হবে: প্রধানমন্ত্রী

/পিএইচসি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা