X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জোটের আগে ভোটের হিসাব ধর্মভিত্তিক দলগুলোয়

চৌধুরী আকবর হোসেন
০১ জুলাই ২০১৮, ২২:২৩আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৬:১৬

ধর্মভিত্তিক-দল একাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের চেষ্টা চলছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর। সম্ভাব্য এই জোটে ধর্মভিত্তিক দল ছাড়াও অন্যান্য দলও যোগ দিতে পারে। জোটগঠনের আগেই ভোটের হিসাব সেরে রাখতে চায় এই দলগুলো। এই লক্ষ্যে নির্বাচনি তফসিল ঘোষণা পর্যন্ত এই দলগুলো অপেক্ষা থাকবে। সংশ্লিষ্ট দলগুলোর নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে এমন আভাস পাওয়া গেছে।

সূত্র জানায়, জোট গঠনের জন্য দুই বছর ধরেই তৎপরতা চালাচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। বিশেষ করে  ইসলামী ঐক্যজোট ২০১৬ সালের ৭ জানুয়ারি বিএনপির জোটের সঙ্গ ছিন্ন করার পর নতুন জোট গঠনে বেশি তৎপর হয়ে ওঠে। নির্বাচনি সমঝোতা করতে নিবন্ধিত-অনিবন্ধিত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠন ও আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ফরায়েজী আন্দোলন, ওলামা কমিটি, খেলাফতে ইসলামী, মুসলিম লীগসহ বেশ কিছু দলের সঙ্গেও বৈঠক করেছে ইসলামী ঐক্যজোট। ধর্মভিত্তিক দলগুলোর বাইরেও বেশ কিছু দলের সঙ্গে আলাপ আলোচনা করেছেন ইসলামী ঐক্যজোটের নেতারা। তবে জোটের বিষয় বিস্তারিত জানাতে রাজি হননি দলটির নেতারা। কৌশলগত কারণে নির্বাচনি তফসিল ঘোষণার আগে হচ্ছে না আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

নাম প্রকাশের অনিচ্ছুক জোটের প্রক্রিয়ার সঙ্গে থাকা ইসলামী ঐক্যজোটের এক নেতা জানান, ‘শুধু আমরাই জোট করার জন্য চেষ্টা করছি, এমন কিন্তু নয়। নির্বাচনের আগে জোট গঠনের তৎপরতা সবসময়ই থাকে। ফলে সব দলই একাধিক জোটে যাওয়ার প্রস্তাব পায়। অনেক দল অন্যজোট ছেড়ে আসবে। এক্ষেত্রে লাভ-ক্ষতির হিসাব করেই সবাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়। ফলে নির্বাচনের কাছাকাছি সময় না আসা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবু জোটের রূপরেখা, নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া, জোটের নেতৃত্ব—এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ধর্মভিত্তিক দলের বাইরেও অনেকে আগ্রহ দেখাচ্ছে। জোটে অংশ নেওয়া দলগুলোর স্বার্থে এখনই চূড়ান্তভাবে বলা যাবে না, কারা থাকছে এ জোটে।’

বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশের) আমির জাফরুল্লাহ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঐক্য তো সবাই চাই, কিন্তু কোন প্রক্রিয়ায় হবে, সেটি নিয়ে একমত হওয়া জরুরি।  নানা রকম দল, জোট থেকে প্রস্তাব আসছে। দেশের স্বার্থে নির্বাচনে সবাইকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা চলছে।’

নির্বাচনি জোট হলে কোন প্রতীকে নির্বাচন হবে—এমন প্রশ্নের জবাবে জাফরুল্লাহ খান বলেন, ‘একটি প্রতীকে সবাই নির্বাচন করতে পারে, আবার যে যার দলের প্রতীকেও নির্বাচন করতে পারে। এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

এ প্রসঙ্গে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমরা বরাবরই সমমনা দলগুলোকে নিয়ে জোটবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি দীর্ঘদিন ধরেই। এ লক্ষ্যে আলোচনা চলছে।  নির্বাচনের সময় ঘনিয়ে এলে একটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।  জোটের শরিকদের সম্মতি ছাড়া এখনই সব কিছু প্রকাশ করা সম্ভব নয়, না হলে অনাস্থার সৃষ্টি হবে।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়