X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তিন সিটিতে বিএনপি-জোটের সমন্বয় কমিটি, নেই জামায়াত

আদিত্য রিমন
০৪ জুলাই ২০১৮, ২২:৩১আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৩:১৮

তিন সিটিতে বিএনপি-জোটের সমন্বয় কমিটি, নেই জামায়াত


রাজশাহী, সিলেট, বরিশালে সিটি নির্বাচনে প্রচারণার জন্য তিনটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে এসব দলে জায়গা পায়নি তাদের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী। বুধবার (৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৩০ জুলাই ওই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব স্থানে প্রতীক বরাদ্দের পর জোটের প্রার্থীর পক্ষে প্রচারণায় নামবে কমিটিগুলো।

বৈঠক সূত্র জানিয়েছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের নির্বাচনি প্রচারণা টিমের সমন্বয়ক করা হয়েছে ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রকিবকে, সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের।

রাজশাহী সিটিতে সমন্বয়ক করা হয়েছে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাকে, সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।
বরিশালের টিম সমন্বয়ক বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘তিন সিটিতে নির্বাচনি প্রচারণা শুরু হলে বিএনপির পাশাপাশি জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারণায় নামবো।’

এ প্রসঙ্গে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন সিটিতে ২০ দলীয় জোটের নির্বাচনি প্রচারণা সমন্বয়ের জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এসব কমিটিতে পরে আরও অনেকে যুক্ত হবেন।’

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণের জন্য জোটের নেতারা তাকে প্রস্তাব দেন। তিনিও তাতে সম্মতি দিয়েছেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুলাই) বিএনপির বিক্ষোভ সমাবেশ ও ৯ জুলাইয়ের প্রতীকী অনশনে অংশগ্রহণের বিষয়ে ২০ দলীয় জোটের নেতারা একমত হয়েছেন বলে জানা যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির অতীতের কর্মসূচিতে জোটের নেতারা অংশ নিয়েছেন। আগামী দিনেও তারা সামর্থ্য অনুযায়ী অংশ নেবেন।’

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা